adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টস সিদ্ধান্ত প্রত্যাহার, বাংলাদেশ-ভারত সাফ ফুটবলে যুগ্ম চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: নারী অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পাঁচঘণ্টা নাটক আর বিতর্কের পর সিদ্ধান্ত এলো বাংলাদেশ ও ভারত যুগ্ম চ্যাম্পিয়ন। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্দারিত সময় ১-১ গোলে ড্র হওয়ার পরই শুরু হয় নাটকীয়তা।

সাডেন ডেথে টাইব্রেকারের পর আকস্মিক টস। সেই টসে ভারত জিতে। তবে বাংলাদেশ এতে আপত্তি জানায়। এ নিয়ে জটিলতা তৈরি হয়। এরপর দুই ঘন্টা অপেক্ষা ছিল ফলাফল ঘোষণার জন্য। রাত সাড়ে দশটার পর পুরস্কার প্রদান মঞ্চে সেই জটিলতার নিরসন করে। বাংলাদেশ ও ভারত উভয় পক্ষকে সন্তুষ্ট করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে সাফ কমিটি।

টস অনুযায়ী ভারত চ্যাম্পিয়ন। বাইলজ অনুযায়ী টস হয় না, সাডেন ডেথে খেলা চলবে। ম্যাচ কমিশনার ভুল স্বীকার করে ভারতকে খেলায় ডাকে। তারা খেলায় আর আসেনি। এই নিয়মানুযায়ী বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার কথা। কিন্তু টসে ভারত জেতায় এবং সিদ্ধান্ত হওয়ায় ম্যাচ কমিশনার ও সাফ মিলে মাঝামাঝি সিদ্ধান্ত নেয়। আর বাংলাদেশ মেনে নেয় যুগ্ম চ্যাম্পিয়নের সিদ্ধান্ত।

নারীদের এবারের সাফের রোমাঞ্চকর এক লড়াইয়ের শেষটা হলো মহানাটকীয়। নারী অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচে নির্ধারিত নব্বই মিনিটের খেলা ১-১ ড্র হলে ভাগ্য নির্ধারণের জন্য টাইব্রেকারে যায় দুই দল। ১১-১১ গোলের সমতার পর ভাগ্য নিস্পত্তির জন্য টসের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। প্রথমিকভাবে সিদ্ধান্ত মেনে টসে যায় দুই দল। তবে টসের মাধ্যমে সিদ্ধান্ত আসার পর মেনে নেয়নি বাংলাদেশ। ম্যাচ কমিশনারের ভুল সিদ্ধান্তে সাফের অফিসিয়াল নিয়মের কথা তুলে ধরা হয়। রেফারি সাফের বাইলজ ঘেটে দেখে কোথাও টসে নিয়ম নেই। সাডেন ডেথে আবার টাইব্রেকারে যেতে হবে দুই দলকে। এ অবস্থায় সিদ্ধান্ত বদলান কমিশনার।

শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার ডি সিলভা ডিলান সাফ ও অন্যদের সাথে আলোচনার পর পুনরায় সাডেন ডেথের কথা বলেন। এতে ভারত আপত্তি জানায়। ভারত প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়ে। রেফারি ৩০ মিনিট অপেক্ষা করেছে। বাইলজ অনুযায়ী ভারত মাঠে না ফিরলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। সেটাও হলো না। দুই দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত চুগ্ম চ্যাম্পিয়নের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া