adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ডঃ ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো

ডেস্ক রিপোর্ট : হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির ৬ নেতাকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শেখ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতিপ্রাপ্তরা গত ৩১ মার্চ একই সংগঠনের নেতা ও মৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র সায়াদ ইবনে মমতাজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং তারা মামলার চার্জশিটভুক্ত আসামি বলে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অব্যাহতিপ্রাপ্ত ছয়জন হলেন-সহসভাপতি রোকনুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইসলাম জয়, সহসম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মনোয়ারুল ইসলাম নয়ন, পাঠাগার সম্পাদক সুমন পারভেজ এবং সদস্য হাসান মাহমুদ রিয়াদ।

এ দিকে গত ৬ নভেম্বর বাকৃবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পায়। তবে কমিটির কোনো কপি সাংবাদিক কিংবা প্রক্টর অফিস, গোয়েন্দা পুলিশ কাউকে দেওয়া হয়নি। ঘোষিত ওই কমিটিতে একই সংগঠনের নেতা ও মমতাজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার চার্জশিটভুক্ত ৬ আসামিও পদ পাওয়ায় বাকৃবি ছাত্রলীগ নতুন  কমিটির কপি  গোপন রেখেছে  বলে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে।

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি মো. মুর্শেদুজ্জামান খান বাবু বলেন, ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল অভিযুক্তদের সাদ হত্যাকাণ্ডে জড়িয়েছে। ছাত্রলীগের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে কেন্দ্রীয় কমিটি ওই ছয়জনকে অব্যাহতি দিয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া