adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে আগুন, ২ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার রেললাইনসংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহ দুটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রয়েছে। এ ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে একজন শারমিন।

অপর জন তাঁর ছেলে বলে জানা গেছে। দগ্ধরা হলেন- নাজমা বেগম (২৫)ও তাঁর শিশু সন্তান নজরুল ইসলাম (৪)। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ নাজমা বেগম নারায়ণগঞ্জ আড়াই হাজার থানার দাসপাড়া ফকির বাড়ি গ্রামের ওমর ফারুকের স্ত্রী।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁদের দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, নাজমা বেগম ২৪ শতাংশ দগ্ধ ও তাঁর ছেলে ধোঁয়ায় অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস হেড অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে।

পরে তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশন থেকে ১৩ ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে নারীরসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুইজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ওই বস্তিতে প্রায় ৩০০ ঘরের অধিকাংশই পুড়ে গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া