adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীর মার খাওয়া থেকে বাঁচতে কুকুর কিনছেন স্পেনের স্ত্রীরা

dogআন্তর্জাতিক ডেস্ক : ঘরে অশান্তি রুখতে অভিনব উপায় বেছে নিয়েছেন স্প্যানিশ স্ত্রীরা৷ স্বামীর গালমন্দ, মার ও শ্বশুরবাড়িতে লাঞ্ছনা রুখতে তারা ঘরে আনছেন উপকারী বন্ধু৷ কোনো গড়বড় দেখলেই সেই বন্ধু ঝাঁপিয়ে পড়বে৷ ক্ষত বিক্ষত করে দেবে ‘অত্যাচারীদের’৷

নির্যাতনের হাত থেকে বাঁচতে স্পেনের স্ত্রীরা বিশেষ প্রশিক্ষিত কুকুর আনছেন ঘরে। ইতোমধ্যে এ কুকুর কেনার ধুম পড়েছে স্পেনে৷ নিজের প্রভুকে রক্ষায় সদা তৎপর এই কুকুর৷ মদ্যপ বা রগচটা স্বামী তার স্ত্রীকে মারতে এলে আর রক্ষা নাই, বিশেষ প্রশিক্ষিত কুকুর ভয়ানক আক্রমণ করে তার প্রভুকে রক্ষা করবে৷ ফলফল কী তা তো বুঝতেই পারছেন!

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে নারীর কাছে কুকুর বিক্রি করা হবে, সেই কুকুরকে অন্তত ২০০ ঘণ্টা ট্রেনিং করানো হয়৷ যাতে প্রভুকে খুব ভালো করে চিনতে পারে রক্ষাকারী কুকুর৷ স্পেনের সমকালীন সমাজে পারিবারিক অশান্তি রীতিমতো বেড়ে চলেছে৷ যার শিকার গৃহবধূরা৷

অন্তত ১৩ শতাংশ বিবাহিত নারী এই সমস্যায় ভুগছেন৷ সবক্ষেত্রে নারীদের পক্ষে পুলিশের কাছে যাওয়া সম্ভব হয় না৷ তাই তারা রক্ষাকারী বন্ধু কুকুর কিনতে আগ্রহী৷ বাড়ছে বিক্রি৷

একটি সুন্দর দেখে কুকুর কোনো স্প্যানিশ স্ত্রী কিনলেন৷ কেউ জানে না যে তিনি গোপনে অন্তত ২০০ ঘণ্টা সেই কুকুরের সঙ্গে ট্রেনিং করেছেন৷ তার একটি ইশারাতেই আক্রমণকারীর উপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত সেই কুকুর৷ বাড়িতে তাকে রাখা হলো৷ তারপর কোনো এক সময় যখনই স্বামী বা কোনো আত্মীয়ের হাতে নিগ্রহের আশঙ্কা থাকলেই একটা ইশারা…সুন্দর দেখতে কুকুর মুহূর্তে হিংস্র রূপ নিয়ে ফেলবে৷ প্রবল চিৎকার করে ঝাঁপিয়ে পড়বে৷ তার আঁচড়, কামড়ে ক্ষতবিক্ষত হয়ে যাবে বউ পেটানো স্বামী৷

কাজ হচ্ছে দ্রুত৷ কুকুরের ভয়ে কুঁকড়ে থাকছেন রগচটা, নেশাখোর স্প্যানিশ স্বামীর দল৷ আগে বউকে মনের সুখে পেটানো যেত৷ এখন….।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া