adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা, মোহনগঞ্জ এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত ১

ডেস্ক রিপাের্ট: গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের ভাওয়াল রেলস্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে ওই দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি। এবং আহতদের সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

দুর্ঘটনার জের ধরে ঢাকা ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। দেখা দিয়েছে ট্রেনের সময়সূচির বিপর্যয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ‘বুধবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, নেত্রকোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল স্টেশনের এক কিলোমিটার উত্তরে বনখড়িয়া এলাকায় প্রবেশের সময় ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলেই ট্রেনের যাত্রী নিহত ও কয়েকজন আহত হন।

তিনি আরও জানান, বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, নাশকতা সৃষ্টিকারীরা রেল লাইনের অন্তত ২০ ফুট কাটার দিয়ে কেটে নেয়ায় দুর্ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া