adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বসেরা ট্যুরিং বাইক


HONDAডেস্ক রিপাের্ট : বছর কয়েক আগেই নতুন রং ও রূপে ভারতে ফিরেছে রয়েল এনফিল্ড। আর ফিরতেই বাজিমাত করেছে গোটা ভারত। ক্লাসিক ও থান্ডারবার্ড সিরিজের সাফল্যের ওপর ভর করে সম্প্রতি নতুন মডেল 'হিমালয়ান' অবমুক্ত করেছে সংস্থাটি। এবার আসতে চলেছে আরও একটি মডেল। আগামী মাসেই সম্ভবত বাজারে আসবে থান্ডারবার্ড ৫০০এক্স। রয়েল এনফিল্ডের এই নতুন মডেল থান্ডারবার্ড ৫০০-এর স্পোর্টস মডেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মূলত অভিযাত্রীদের মধ্যে জনপ্রিয় রয়্যাল এনফিল্ড। স্পোর্টস সেগমেন্টে এখনো তেমন কলকে পায়নি তারা। এবার সেখানেও সাফল্যের কাহিনি লিখতে কোমর বাঁধছে সংস্থাটি। আর তারই প্রথম পদক্ষেপ হিসেবে থান্ডারবার্ড ৫০০এক্স ভারতের বাজারে আসছে।

গাড়ির মূল কাঠামো বা ইঞ্জিনে কোনও বদল না হলেও লুক ও অন্যান্য ফিচারে করা হয়েছে আমূল রদবদল। থাকছে ডুয়েল টোন বডি। গাড়ির বডিতে ব্যবহার করা হয়েছে গ্লোসি ব্ল্যাক। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রং। এক্ষেত্রে মিলবে ৪টি কালার অপশন। লাল, সাদা, নীল ও হলুদ রঙের মধ্যে বেছে নিতে হবে একটিকে। মোটরসাইকেলটির সাইড প্যানেলে থাকবে থান্ডারবার্ড ৫০০এক্স ব্যাজিং।  

থান্ডারবার্ড ৫০০-এর মতো থান্ডারবার্ড ৫০০এক্স-এও থাকবে বিএস – ফোর ৪৯৯ সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে মিলবে ২৭ অশ্বশক্তি। সঙ্গে মিলবে ৪১.৩ নিউটোমিটার টর্ক। থাকবে ৫ স্পিড গিয়ারবক্স। তবে নতুন মোটরসাইকেলটির কিছু ফিচারে রদবদল হতে পারে বলে মনে করা হচ্ছে। থাকতে পারে ম্যাট ব্ল্যাক অ্যালয় হুইল। মানানসই রিফ্লেক্টর, টিউবলেস টায়ার, ম্যাট ব্ল্যাক সাইলেন্সর, প্রোজেক্টর হেডল্যাম্প ও এলইডি টেইল ল্যাম্প। থাকবে ২৮০ এমএম ২ পিসটন ফ্রন্ট ব্রেক ও ২৪০ এমএম রিয়ার ব্রেক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া