adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পছন্দের ব্যক্তিদের দায়িত্ব দিলে পাকিস্তানের ক্রিকেটে এমনই হবে: জহির আব্বাস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে সবশেষ ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রেখেছে পাকিস্তান। বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু হলেও মধ্যখানে পছন্দপতন বাবর আজমদের। এতে চরম সমালোচনার মুখে পড়ে পাকিস্তানের ক্রিকেটাররা। দেশটির সাবেক ক্রিকেটার থেকে ক্রিকেট বিশ্লেষক কিংবা রাজনৈতিক নেতা, সবাই কম বেশি সমালোচনা করেছে পাকিস্তান দলের।

দলটির মাঠের পারফরম্যান্স ভালো কিংবা খারাপ যাই হোক না কেন বোর্ডের বিভিন্ন কা-ে প্রায় আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইনজামাম-উল-হক। তার আগে পিসিবি প্রধান জাকা আশরাফ অধিনায়ক বাবর আজমের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশটও ফাঁস করেছেন।

সব মিলিয়ে অস্থির সময় পার করছে ক্রিকেট পাকিস্তান। দেশটির সাবেক ক্রিকেটার ও আইসিসির সাবেক চেয়ারম্যান জহির আব্বাস এই অবস্থার দ্রুত পরিবর্তনও দেখছেন না।
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা চার ম্যাচ হেরে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পাকিস্তান। যে কারণে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা অধিনায়ক বাবর আজম ও প্রধান নির্বাচক ইনজামামকে দায়ী করেন। এছাড়া পিসিবির নিবন্ধিত

একটি খেলোয়াড়দের ব্যবস্থাপনা কোম্পানিতে ইনজামামের শেয়ার আছে এবং সে কারণে দলে খেলোয়াড় নির্বাচনে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে, এমন অভিযোগও ওঠে। এরপর পিসিবি একটি তদন্ত কমিটি গঠন করে।
সে কমিটিকে তাদের কাজ ‘স্বচ্ছভাবে’ করে দেয়ার সুযোগ করে দিতে পদত্যাগ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম।

এদিকে পিসিবি সভাপতি জাকা আশরাফও বিতর্কিত হয়ে ওঠেন। বাবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস করে তিনি পড়েন সমালোচনার মুখে। ফাঁস করা সেই মেসেজ আবার দেখানো হয়েছে টেলিভিশনে।
নানা ইস্যুতে দেশটির ক্রিকেট নিয়ে চরম সমালোচনা করেছেন ‘এশিয়ার ব্র্যাডম্যান’খ্যাত জহির আব্বাস। পাকিস্তানের নিউজ শো ‘জিও পাকিস্তান’কে তিনি বলেন, ক্রিকেট সামনেও এভাবেই ভুগতে থাকবে যদি পছন্দের ব্যক্তিদের এখানে এসে বসিয়ে দেয়া হয়।

 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া