adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে বিরোধী পক্ষ যেন নির্বাচনে আসতে না পারে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, শাসকগোষ্ঠির চরম প্রতিহিংসায় বিনা চিকিৎসায় মুমুর্ষ অবস্থায় খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করা, ৭শ তরুণ যুবকসহ তিনজন সংসদ সদস্য গুম, প্রায় ৪৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা চলছে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, নির্বাচন ব্যবস্থায় এমনভাবে সাজানো হয়েছে যেখানে বিরোধী পক্ষ কেউ এখানে নির্বাচনে না আসতে পারে। যোগ দিতে না পারে। এবং এমন একটা অবস্থা তৈরি করা এখানে আওয়ামী লীগ তারা আবার ক্ষমতায় যাবে ।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সব সময় প্রমাণ করেছে জনতার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে, চেষ্টার মধ্য দিয়ে, শান্তিপূর্ণ আন্দোলনে জয়ী হয়েছে। আমরা এবারও বিশ্বাস করি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

সোমবার বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে ‘বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যত ও ইন্দো প্যাসিফিক কৌশল’ শীর্ষক সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী তার দলের অবস্থান তুলে ধরে মূল প্রবন্ধে এ কথা বলেন।

সেমিনারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া, ইইউ, কোরিয়া, জাপান, নেদারল্যান্ড, জার্মান, ইউএন, নরওয়েসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমি মনে করি আজ আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি আমরা আন্দোলনের মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের দাবি অর্জনে সক্ষম হবো।

তিনি বলেন, দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা এক সঙ্গে হয়েছি এবং আমরা এক দফায় এসেছি। সরকারকে পদত্যাগ করতে হবে। এখানে আমরা বিএনপিকে ক্ষমতায় আনতে বলছি না। আমরা বলছি জনগণের প্রতিনিধিরা ক্ষমতায় আসুক। এবং এটা হতে হবে অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নিবার্চন। এবং এজন্য আমরা বলেছি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন করার জন্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া