adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হামাস-ইসরায়েল যুদ্ধ আছড়ে পড়লো দক্ষিণ লেবাননে

আন্তর্জাতিক ডেস্ক: সরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে দক্ষিণ লেবানন প্রায় জনশূন্য হয়ে পড়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলিদের ক্ষেপণাস্ত্র হামলা ক্রমশই বাড়ছে। এখন দক্ষিণ লেবানন হয়ে উঠছে হামাস-ইসরায়েল যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট। দক্ষিণ লেবাননে ইতোমধ্যেই স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের কেউ কেউ রাজধানী বৈরুতে এসে আশ্রয় খুঁজে নিচ্ছেন।

৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের যুদ্ধ তীব্র হওয়ার পর তা ইসরায়েল সংশ্লিষ্ট সীমান্ত এলকাগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করেছে। যদিও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এখনও আনুষ্ঠানিকভাবে সংঘাতে যোগ দেয়নি, তারপরও ইসরায়েলের সঙ্গে তাদের উত্তেজনা অনুভব করছে সীমান্তবর্তী বাসিন্দারা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে হাজার হাজার মানুষ উত্তর লেবাননের দিকে সরে যাচ্ছে। ইসরায়েল আগেই তাদের সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। বিয়ের জন্য অপেক্ষমান ২৮ বছর বয়সী লেবাননের এক নারী গণমাধ্যমকে বলেছেন, আমাদের জীবন থেকে গেছে। জানি না আর কবে আমাদের জীবন স্বাভাবিক হবে। জানিনা এর পর কি আছে?

গত বুধবার হিজবুল্লা ইসরায়েলি সামরিক অবস্থানে অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে ইসরায়েল একটি হিজবুল্লাহ ফাঁড়িতে আঘাত করে। কারণ গুজব ছড়িয়েছিল হিজবুল্লা গ্রুপের ড্রোন ইসরায়েলি ভূখ-ে অনুপ্রবেশ করেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন বেসামরিক লোক আহত হয়েছে এবং সপ্তাহের শুরুতে ইসরায়েলি গোলাগুলিতে অন্তত তিনজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।

৬ মিলিয়ন জনসংখ্যার দেশ লেবাননের দক্ষিণে ৮১-কিলোমিটার (৫০ মাইল) সীমান্ত রয়েছে ইসরায়েলের সঙ্গে। প্রায় ছয় লাখ মানুষ – বা দেশের জনসংখ্যার এক দশমাংশ – এই সীমান্তের কাছে বাস করে। ১৯৪৮ সালে ইসরায়েল সৃষ্টির পর থেকে দুটি দেশ প্রযুক্তিগতভাবে যুদ্ধে রয়েছে। তবে ২০০৬ সালে উভয় পক্ষের শেষবার যুদ্ধে মিলিত হওয়ার পর থেকে একটি আপেক্ষিক শান্ত বিরাজ করছে – যদিও মাঝে মাঝে সংঘর্ষ হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া