adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান ম্যাচের দিন বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক: আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে আসছে পরিবর্তন। এক দিন এগিয়ে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ম্যাচটি। একই দিন মাঠে নামবে বাংলাদেশও। পরিবর্তিত এই সূচি চলতি সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।

ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক নিউজ পোর্টাল ক্রিকইনফো জানায়, বিশ্বকাপের একাধিক ম্যাচের সূচিতে পরিবর্তন এনে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বিসিসিআই। ভারত-পাকিস্তান ম্যাচসহ বেশ কিছু ম্যাচের সূচিতে আসছে পরিবর্তন। ইতোমধ্যেই পরিবর্তিত সূচি পিসিবির কাছে পাঠানো হয়েছে। পিসিবিও তাতে সম্মতি প্রকাশ করেছে।

ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের সূচিতেও আসছে পরিবর্তন। ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি। বদলে যাবে আফগানিস্তান-ইংল্যান্ডের ম্যাচের সূচিও।
এদিকে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন মাঠে নামবে বাংলাদেশ দলও। ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগাররা। একই দিন আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ থাকলেও একদিনে তিন ম্যাচ হওয়ায় আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া