adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মেসির কারণেই ফর্মহীনতায় সুয়ারেজ’

SURAZস্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে লুইস সুয়ারেজ খুব বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। অনেকের বিশ্বাস, মাঠে মেসির ভূমিকা পাল্টে যাওয়ার কারণেই ভুগতে হচ্ছে সুয়ারেজকে।
২০১৭-১৮ মৌসুমে এখন পর্যন্ত মাত্র তিনটি গোল করেছেন সুয়ারেজ। স্প্যানিশ লেখক এবং জনপ্রিয় ক্রীড়া (ফুটবল) সাংবাদিক গুইলেম বালাগ মনে করেন, মেসি আগের চেয়ে বেশি সেন্ট্রাল মাঠে খেলায় সুয়ারেজ তার স্বাভাবিক খেলা উপহার দিতে পারছেন না।
স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বালাগ বলেন, 'বার্সেলোনা রক্ষণে দুর্দান্ত খেলে আসছে। বল ছাড়াই সবাই দুর্দান্ত খেলছে এবং তারা মাত্র তিনটি গোল হজম করেছে। তাদের ফুটবল খুব বেশি আকর্ষণীয় নয় এবং এর বিভিন্ন কারণও রয়েছে। তারা উইঙ্গার ছাড়াই খেলছে, যেটি সেন্ট্রাল মাঠে সবকিছুকে আঁটসাঁট করে রাখছে। তাদের খেলা অনেক বেশি পরিশ্রমী হয়ে ওঠেছে এবং লুইস সুয়ারেজ এই কারণেই ভুগছে।'
মেসির বর্তমান পজিশনিংয়ের কারণেই সুয়ারেজ তার স্বাভাবিক খেলা খেলতে পারছেন না বলে মনে করেন এই ক্রীড়া সাংবাদিক। লিওনেল মেসি এখন মধ্যমাঠে আগের চেয়েও বেশি কাজ করছে। এই কারণে সুয়ারেজকে আগের চেয়ে বেশি মুভ করতে হচ্ছে। এটি তার স্বাভাবিক অভ্যাস নয়।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১২টি ম্যাচ খেলেছেন সুয়ারেজ। তিন গোল করার পাশাপাশি সমান গোলে যোগানদাতাও এই উরুগুয়ে ফরোয়ার্ড। -ইয়াহু স্পোর্টস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া