adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টটেনহামে বিধ্বস্ত চেলসি

Chelsea_banglanews24_290986298স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের প্রথম দিনেই বড় একটা ধাক্কা খেল চেলসি। ব্লুজরা টটেনহামের কাছে ৫-৩ গোলের বড় ব্যবধানে হেরেছে। অপর ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার সিটি ৩-২ ব্যবধানে জেতায় পয়েন্ট টেবিলে চেলসি ও ম্যানসিটি উভয় দলের পয়েন্টই এখন সমান। টটেনহামের মাঠ হোয়াইট হার্ট লেনে প্রথমার্ধের ১৮ মিনিটেই দিয়েগো কস্তার গোলে এগিয়ে যায় চেলসি। তবে, গোলটি এডেন হ্যাজার্ডের প্রাপ্য ছিল। ডান প্রান্ত দিয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটটি গোলপোস্টের বাম পাশে লেগে ফিরে যায়। ফিরতি বলে অস্কারের অ্যাসিস্ট থেকে লিগে নিজের অস্টম গোল পূর্ণ করেন কস্তা। চেলসির সামনে দু:স্বপ্ন বয়ে আসবে তা মনে হয় হোসে মরিনহো কল্পনাও করেননি। ত্রিশ মিনিটেই ড্যানি রোজের অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের সমতায় ফেরান হ্যারি কেন। এর ১৪ মিনিট পরেই টটেনহামকে এগিয়ে দেওয়া গোলটি করেন ড্যানি রোজ। প্রথমার্ধের সঙ্গে যোগ করা সময়ের চার মিনিটের মাথায় পেনাল্টি থেকে আরো একটি গোল করে ৩-১ এ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে টটেনহাম। বিরতি থেকে ফিরে খেলায় ফিরতে মরিয়া হয়ে উঠে চেলসি। তবে, উল্টো আরেকটি গোল খেয়ে বসে। ফলে ৪-১ এ পিছিয়ে পড়ে হ্যাজার্ড-ফ্যাব্রিগাসরা। নয় মিনিট পর সেস ফ্যাব্রিগাসের অ্যাসিস্ট থেকে চেলসির হয়ে দ্বিতীয় গোল করেন হ্যাজার্ড। কিন্তু, ৭৮ মিনিটে নাসের চাদলি টটেনহামের হয়ে পঞ্চম গোল করলে বড় পরাজয়ই অপেক্ষা করে ব্লুজদের সামনে। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে জন টেরির গোলটি শুধুমাত্র ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৫-৩ গোলের হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে মরিনহোর শিষ্যরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া