adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

[১] করোনায় আক্রান্ত ডেভিস কাপ জয়ী সাবেক মার্কিন খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক : [২] পুরো বিশ্বই এখন করোনাভাইরাসে আক্রান্ত। লাশের মিছিলে প্রতিদিন যোগ দিচ্ছে হাজার হাজার মানুষ। করোনাভাইরাসে থেমে আছে বৈশ্বিক সব ধরনের খেলাধুলা। আক্রান্ত হচ্ছেন বর্তমান সাবেক খেলোয়াড়রা। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০০৭ ডেভিস কাপ বিজয়ী সাবেক টেনিস তারকা প্যাটট্রিক ম্যাকেনরো। সেবার রাশিয়াকে হারিয়ে টেনিসের বিশ্বকাপখ্যাত ডেভিস কাপ জয়ী মার্কিন দলের অধিনায়ক ছিলেন তিনি।

[৩] গত বুধবার টুইটারে নিজের আক্রান্তের কথা জানান প্যাটট্রিক। সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী মার্কিন কিংবদন্তি জন ম্যাকেনরোর ছোট ভাই তিনি, ‘পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। এটা দুঃসংবাদ। তবে সুসংবাদ হচ্ছে আমি ভালো আছি।
[৪] আক্রান্তের খবরে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে চলে গেছে প্যাটট্রিকের পরিবারও। সংস্পর্শে আসা অন্যদেরও একই পন্থা অবলম্বন করতে বলেছেন তিনি। – নিউইয়র্ক টাইমস

[৫] বড় ভাই টেনিসের কিংবদন্তি হলেও ক্যারিয়ারে আহামরি কিছু করতে পারেননি প্যাটট্রিক। ক্যারিয়ারে একমাত্র এটিপি টুর্নামেন্ট জিতেছেন ১৯৯৫ সালে। জিম গ্রেবের সঙ্গে দ্বৈততে ফ্রেঞ্চ ওপেনের ডাবল জিতেছেন ১৯৮৯ সালে। করোনায় আক্রান্ত হলেন ডেভিস কাপ জয়ী খেলোয়াড়
[৬] করোনাভাইরাসের তোপে ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে পুরো বিশ্ব। প্রতিদিনেই লাশের মিছিলে যোগ দিচ্ছে হাজার হাজার মানুষ। কোভিড-১৯ এ আক্রান্ত রোগিদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন উন্নত বিশ্বের তাবড় ডাক্তাররাও। করোনাভাইরাসে থেমে আছে বৈশ্বিক সব ধরনের খেলাধুলা। আক্রান্ত হচ্ছেন বর্তমান সাবেক খেলোয়াড়রা। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০০৭ ডেভিস কাপ বিজয়ী সাবেক টেনিস তারকা প্যাটট্রিক ম্যাকেনরো। সেবার রাশিয়াকে হারিয়ে টেনিসের বিশ্বকাপখ্যাত ডেভিস কাপ জয়ী মার্কিন দলের অধিনায়ক ছিলেন তিনি।
[৭] বুধবার টুইটারে নিজের আক্রান্তের কথা জানান প্যাটট্রিক। সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী মার্কিন কিংবদন্তি জন ম্যাকেনরোর ছোট ভাই তিনি, ‘পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। এটা দুঃসংবাদ। তবে সুসংবাদ হচ্ছে আমি ভালো আছি।
[৮] আক্রান্তের খবরে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে চলে গেছে প্যাটট্রিকের পরিবারও। সংস্পর্শে আসা অন্যদেরও একই পন্থা অবলম্বন করতে বলেছেন তিনি।
[৯] বড় ভাই টেনিসের কিংবদন্তি হলেও ক্যারিয়ারে আহামরি কিছু করতে পারেননি প্যাটট্রিক। ক্যারিয়ারে একমাত্র এটিপি টুর্নামেন্ট জিতেছেন ১৯৯৫ সালে। জিম গ্রেবের সঙ্গে দ্বৈততে ফ্রেঞ্চ ওপেনের ডাবল জিতেছেন ১৯৮৯ সালে। – ওয়াশিংটন পোষ্ট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া