adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চার বছর পর ফেব্রুয়ারিতে ফিরছে এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: চার বছর পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ফিরছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

সোমবার (১০ জুলাই) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী হবে। সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

এর আগে, করোনা মহামারি দেখা দেওয়ায় ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো।

এরপর সময় ও নম্বর কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালের ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা নেওয়া হয়। ২০২২ সালে পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর।

করোনার প্রকোপ কমে এলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, তার মন্ত্রণালয় আবারও ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে। চলতি বছরের ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা নেওয়া হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া