adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার দাবি – ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দুই জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দোনেৎস্কের ক্রামাতোর্সকে মঙ্গলবার একটি রেস্তোরাঁয় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। আর এ হামলায় ইউক্রেনীয় সেনাবাহিনীর দুই জেনারেলসহ ৫০ জনেরও বেশি সামরিক কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

এ ব্যাপারে বৃহস্পতিবার (২৯ জুন) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ক্রামাতোর্সকে ২৭ জুনের হামলায়, দুই জেনারেলসহ ইউক্রেনীয় সেনাবাহিনীর ৫০ জনেরও বেশি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।’

এছাড়া ’২০ বিদেশি ভাড়াটে সেনা ও তাদের পরামর্শকরা’ নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে।

রুশ মন্ত্রণালয় বলেছে, যেখানে হামলা করা হয়েছে, সেখানে সাময়িক সময়ের জন্য ইউক্রেনের সেনাবাহিনীর ৫৬ নং সেপারেট মোটোরাইজড ইনফেনট্রি ব্রিগেডকে মোতায়েন করা হয়েছিল। আর তাদের লক্ষ্য করে উচ্চ-নির্ভূলতা সম্পন্ন অস্ত্র দিয়ে আঘাত হানা হয়।

রাশিয়া এমন দাবি করলেও ইউক্রেন জানিয়েছে, ক্রামাতোর্সকের ওই রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত হয়েছেন। যাদের সবাই বেসামরিক নাগরিক। দেশটি আরও জানিয়েছে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া