adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০০ টাকা কাঁচামরিচের কেজি!

ডেস্ক রিপাের্ট: দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৬০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। তীব্র গরমের কারণে মরিচের ফুল নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন কমেছে। সেই সঙ্গে সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম ৬০ টাকা বেড়ে ২০০ টাকায় পৌঁছেছে। এতে চরম বিপাকে পড়েছে সাধারণ ভোক্তারা।

রোববার (২৫ জুন) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। তবে তীব্র গরম আর বৃষ্টির কারণে মরিচ খেত নষ্ট হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে সরবরাহ বৃদ্ধি পেলে আবারও দাম কমে যাবে বলেও জানান ব্যবসায়ীরা।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আবদুল মোমিন বলেন, দেশের বাজারে প্রায় সব নিত্যপণ্যের দাম বেশি। ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে কিছুটা কমেছে দাম। বর্তমানে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। তবে কাঁচামরিচের দাম হঠাৎ কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা এবং কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত খরার কারণে কাঁচামরিচের ফুল নষ্ট হয়ে গেছে। যার জন্য মোকামগুলোতে সরবরাহ কমে গেছে। আমরা বেশি দামে কিনে, বেশি দামে বিক্রি করছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া