adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা আব্বাস বললেন- নেতাকর্মী সব জেলে গেলেও আন্দোলন থামানো যাবে না

মির্জা আব্বাস/ছবি: (ফাইল ফটো)নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, সব নেতাকর্মী জেলে গেলেও ২০ দলের আন্দোলন থামানো যাবে না। 
বুধবার দুপুরে জাতীয়তাবাদী মহিলাদলের নেতাকর্মীরা তার শাহজাহানপুরের বাসায় ঈদ শুভেচ্ছা জানাতে গেলে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।
মির্জা আব্বাস আরও বলেন, অনেক কথাই বলা হবে। আন্দোলনে বাধা দেওয়ার কথা বলা হবে, নেতাকর্মীদের জেলে ভরা হবে। কিন্তু সব নেতাকর্মী জেলে গেলেও আন্দোলন থামানো যাবে না।  
আব্বাস বলেন, সরকার যদি আন্দোলনে বাধা দেয় তাহলে জবাব জনগণই দেবে। আর সেই জবাব তারা কীভাবে দেবে তা আমরা জানি না। এই আন্দোলনে সরকার ‘সমর্থন’ ও ‘সম্মান’ দেখাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, সরকার আগে যে ভুল করেছে, তা এবার করবে না। গণতান্ত্রিক আন্দোলনে সরকার সম্মান দেখাবে। দেশের ৯৫ ভাগ মানুষ যাদের পাশে রয়েছে, আশা করি সরকার তাদের প্রতি সমর্থন জানাবে।
মির্জা আব্বাস দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যোগদানের আহ্বান জানান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া