adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান খানের বাড়ি তল্লাশিতে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাড়ি ‘জামান পার্ক’ এ তল্লাশি চালাতে পাঠানো হয়েছে পুলিশ ফোর্স। পাঞ্জাব সরকার জানিয়েছে, পিটিআই চেয়ারপার্সনকে দেয়া ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হবে আজই। এরইমধ্যে, এলাকাটিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। খবর দ্য ডনের।

প্রশাসনের দাবি, সাম্প্রতিক সহিংসতার জন্য দায়ী ৩০-৪০ জন অপরাধীকে ওই বাড়িতে স্থান দিয়েছেন ইমরান। তাদের পুলিশের কাছে হস্তান্তরের নোটিশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার, জামান পার্কের কাছেই ৮ সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।

এ পরিস্থিতিতে, ইমরান খানের হুঁশিয়ারি- সরকারের চাপে নতি স্বীকার করবেন না তিনি।

জামিনের পর বৃহস্পতিবার (১৮ মে) প্রথম সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময়, সহিংসতার ঘটনাগুলো খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত কমিশন গঠনের তাগিদ দেন ইমরান। তিনি বলেন, সঠিকভাবে তদন্ত হলে সরকারের ষড়যন্ত্রই সামনে আসবে।

প্রসঙ্গত, গত ৯ মে আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেফতারের পর উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। এ সময় হওয়া সহিংসতায় প্রাণ হারান ১০ জন; আহত হন শতাধিক পিটিআই সমর্থক। পিটিআইয়ের অভিযোগ, অন্যায়ভাবে আটক রাখা হয়েছে দলটির ৭ হাজার নেতাকর্মীকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া