adv
২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেট বোর্ডে মাশরাফিকে আমরাও চাই :বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক: মাশরাফি বিন মোর্তুজা ক্রিকেট বোর্ডে আসা কিংবা জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে নাজমুল হাসান পাপন বরাবরই বলেছেন তার জন্য সবসময় দুয়ার খোলা। যদিও আনুষ্ঠানিকভাবে কোন প্রস্তাব পাননি বলে অনেক আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন মাশরাফি। তবে কদিন আগে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের সাবেক অধিনায়কের কাছে পাপন জানতে চেয়েছিলেন তিনি কোন দায়িত্বে কাজ করতে চান বা আগ্রহী কিনা। যদিও অভিজ্ঞ এই পেসার কোথায় কাজ করবেন তা নিয়ে খানিকটা ধোঁয়াশায় পাপন। -ক্রিকফ্রেঞ্জি

অবসর না নিলেও চোটের কারণে ২০০৯ সালের পর থেকেই টেস্টে নেই মাশরাফি। ২০১৭ সালে ছেড়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটও। ওয়ানডে থেকে অবসর না নিলেও ২০১৯ বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে নেই মাশরাফি। নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা ডানহাতি এই পেসারকে বোর্ডে দেখতে চান দেশের ক্রিকেট অনুরাগীরা।
যদিও ক্রিকেট ছেড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতে দেখা যায়নি তাকে। তাতে বোর্ডে আসার সুযোগটা নেই। তবে জাতীয় দলের সঙ্গে কাজ করানোর সুযোগ থাকলেও ব্যাটে-বলে মেলেনি মাশরাফি ও বোর্ডে। পাপন দুয়ার খোলা রাখার কথা বললেও মাশরাফিকে সরাসরি প্রস্তাব দেয়নি তারা।

মাশরাফি যে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কাজ করতে আগ্রহী ২০২১ সালে তা জানিয়েছিলেন তিনি নিজেই। সংবাদমাধ্যমকে নিজের আগ্রহের কথা জানালেও সেটা আলোর মুখ দেখেনি। এদিকে ‘নট আউট নোমান’ এর সঙ্গে আলাপকালে পাপন জানিয়েছেন, তারাও মাশরাফিকে চান। তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের ব্যস্ততার বাস্তবতা তুলে ধরেছেন তিনি।

এ প্রসঙ্গে পাপন বলেন, মাশরাফিকে আমরাও চাই, এখন ও আসবে কোথায়? একটা কথা ভুলে গেলে হবে না, ও একজন সংসদ সদস্য। তাই আমি ওকে যেকোনো জায়গা দিলে হবে না। ওরও তো নিজের একটা ব্যাপার আছে। মাশরাফি সময় দিতে পারবে কিনা, কারণ সে তো এখন বেশ সময় দেয় রাজনীতিতে। আমি যদি বলি তুমি বয়সভিত্তিক পর্যায় চালাও, এইচপির হেড হও, টিম ম্যানেজার হয়ে টিমের সঙ্গে যাও। এগুলো কিন্তু আগে যত সহজ ছিল এখন যত সময় যাচ্ছে তত কিন্তু কঠিন হচ্ছে।

মাশরাফিকে কেন বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়া হয় না তা জানতে চাওয়া হয়েছিল পাপনের কাছে। কদিন আগের উদাহরণ দিয়ে বোর্ড সভাপতি বলেন, আমি তাকে বললাম আমি চাই তুমি আসো। এখন তুমি চিন্তা করে দেখো কোনটা করলে তোমার জন্য সম্ভব বা তুমি আগ্রহী কিনা। এর চেয়ে বেশি আর কি বলবো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া