adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমান বিদেশি পাইলটদের ট্রেনিং দিচ্ছে

ডেস্ক রিপাের্ট: দক্ষিণ এশিয়ার এভিয়েশন ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি পাইলটদের ড্রিমলাইনারে লাইন ট্রেনিং দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিদেশি পাইলটদের অত্যাধুনিক ড্রিমলাইনার-৭৮৭ এ লাইন ট্রেনিং দেওয়ার মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বিমান, এক সংবাদবিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) ঢাকা-সিলেট-লন্ডন রুটের ফ্লাইটে মঙ্গোলিয়ান এয়ারলাইনসের এক পাইলটকে দিয়ে ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে। সকালে বিমানবন্দরে উপস্থিত হয়ে কার্যক্রম উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশ্বব্যাপী প্রশংসনীয় ফ্লাইট সেফটি স্ট্যান্ডার্ডের কারণে বিমানের প্রতি বিদেশি এয়ারলাইনসগুলো আস্থা রাখছে। বিমানের সেফটি স্ট্যান্ডার্ড ও মানসম্মত প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতার কারণে বিদেশি এয়ারলাইনসগুলো আকৃষ্ট হচ্ছে। ভবিষ্যতে প্রশিক্ষণের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আরও উপস্থিত ছিলেন বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. ছিদ্দিকুর রহমান, ফ্লাইট অপারেশনসের পরিচালক ক্যাপ্টেন মো. সিদ্দিকুর রহমানসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রেইনার ও পাইলটরা।

প্রসঙ্গত, মঙ্গোলিয়ান এয়ারলাইনসের ১২ পাইলট ট্রেনিং নেবেন। এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার কথাও জানিয়েছে বিমান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া