adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের সেই ক্রাইস্টচার্চে পৌঁছালো বাংলাদেশ ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডে পৌঁছালো বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে পৌঁছে সরাসরি টিম হোটেলে চলে যায় তামিম ইকবাল নেতৃত্বাধীন দলটি।
২০১৯ সালের ১৫ই মার্চ ক্রাইস্টচার্চের একটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ দল। সেই ঘটনার পর এবারই প্রথম নিউজিল্যান্ড সফরে গেলো বাংলাদেশ।
এদিকে আরটিভি জানায়, করোনা সতর্কতার কারণে প্রথম সাতদিন টিম হোটেলেই রুম কোয়ারেন্টিনে থাকতে হবে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের। এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ দল। করোনাকালীন সিরিজ খেলতে বাংলাদেশের এটাই প্রথম বিদেশ সফর।
কিউইদের বিপক্ষে তিনটি এক দিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।
২০ মার্চ ডাবলিনে বসবে প্রথম ওয়ানডে। ২৩ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচ ও ২৬ মার্চ সিরিজের ওয়েলিংটনে বসবে সিরিজের শেষ ম্যাচ। যা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
২৮ মার্চ হ্যামিল্টনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ মার্চ নেপিয়ারে হবে দ্বিতীয় ম্যাচটি। ১ এপ্রিল সিরিজের সংক্ষিপ্ত ফরম্যাটের তৃতীয় ও শেষ ম্যাচ বসবে অকল্যান্ডে।
নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল –
তামিম ইকবাল (ওয়ানডে অধিনায়ক), মাহমুদউল্লাহ (টি-টোয়েন্টি অধিনায়ক), মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদি হাসান ও নাসুম আহমেদ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া