adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের দিনেও খার্তুমে গোলাগুলি, নিহত বেড়ে ৪০০

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের মুসলিম ধর্মালম্বীরা শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন । তবে রাজধানী খার্তুমে নেই ঈদের আমেজ। এদিনও খার্তুমে প্রচণ্ড গোলাগুলি, বিস্ফোরণের আওয়াজে আতঙ্কিত হয়ে ওঠেন বাসিন্দারা। ঈদকে ঘিরে খার্তুমে তিনদিনের অস্ত্রবিরতি কার্যত ভেস্তে গেছে ।

বিবিসি জানায়, ক্ষমতার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সুদানের সেনাবাহিনী এবং প্যারা-মিলিটারি বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে এক সপ্তাহ ধরে সংঘাত চলছে। এই সংঘাতের একপক্ষে রয়েছেন সুদানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান, যিনিই কার্যত দেশটির নেতা এবং অন্যপক্ষে রয়েছে আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগালু । এই সংঘাতের কেন্দ্রস্থল হয়ে উঠেছে রাজধানী খার্তুম। চলমান সংঘাতে দেশটির চার শতাধিক মানুষ নিহতের খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

খার্তুম ও পার্শ্ববর্তী ওরদুরমান শহরের বাসিন্দারা বিবিসিকে জানায়, তারা এখনও আতঙ্কিত সময় পার করছেন। ঈদের দিনেও সংঘাত না থামায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। শহরের অনেক জায়গা যেন ভুতুড়ে হয়ে পড়েছে। বাসিন্দারা খার্তুমে বোমাবর্ষণ, কামানের গোলার আঘাত এবং গোলাগুলি অব্যাহত থাকার কথা নিশ্চিত করেন। ঈদের দিন মসজিদের দুয়ারে এসে কাঁদেন দুই নারী। তারা জানান, চলমান সংঘাতে দুই শিশুসহ পরিবারের অনেক সদস্যকে হারিয়েছেন তারা।

৫০ লাখ মানুষের শহর খার্তুমে খাদ্য, পানি এবং বিদ্যুৎ সরবরাহে সংকট দেখা দিয়েছে। বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাজধানী ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া