adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনিয়োগবান্ধব পরিকল্পনা তৈরির তাগিদ

নিজস্ব প্রতিবেদক : সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিনিয়োগের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেয়ার তাগিদ দেয়া হয়েছে। বলা হয়েছে দেশের প্রবৃদ্ধির লক্ষ্য পূরণে দেশী ও বিদেশী বিনিয়োগের বিকল্প নেই। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে গতকাল মতবিনিময় সভায় এ তাগিদ দেয়া হয়। রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য আরাস্তু খানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। পরিকল্পনামন্ত্রী বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা হবে মূল্যবান দলিল। এর ওপর ভর দিয়েই বাংলাদেশ উচ্চ স্থানে পৌঁছাবে। বিদেশে টাকা পাচার না করে ব্যবসায়ীরা যাতে দেশেই বিনিয়োগ করতে পারে সে ব্যবস্থা নেয়া হবে। ফিনিশড লেদার, লেদার গুডস ও ফুটওয়্যার এসোসিয়েশনের চেয়ারম্যান আবু তাহের বলেন, বিশ্বে চামড়া শিল্পের বাজার আছে ২২০ বিলিয়ন ডলারের। সেই বাজার ধরতে সরকারকে চামড়া খাতে সহায়তা দিতে হবে। আমরা এ শিল্পকে পোশাক শিল্পের বিকল্প হিসেবে তৈরি করতে চাই। এফবিসিসিআই’র মহাপরিচালক ওবায়েদুর রহমান বলেন, রপ্তানি বহুমুখীকরণের দিকে নজর দিতে হবে। এ্যালুমিনিয়াম দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। পোশাক খাতের পরেই এ্যালুমিনিয়াম খাতে অবস্থান রয়েছে। 
অতিমাত্রায় ব্যাংক ঋণের সুদ ব্যবসায়ীদের সাংঘাতিকভাবে বেদনা দিচ্ছে। সফটওয়্যার এসোসিয়েশনের (বেসিস) সাধারণ সম্পাদক সোহেল বলেন, দক্ষ মানবসম্পদ তৈরির জন্য ব্যাপক পরিকল্পনা নিতে হবে। বাংলাদেশ কার্গো জাহাজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দ্রুত গভীর সমুদ্রবন্দর, পোতাশ্রয় এবং ক্যাপিটাল ড্রেজিং-এ জোর দিতে হবে। তাছাড়া, অভ্যন্তরীণ জাহাজ শিল্প রক্ষায় নতুন করে জাহাজ তৈরির প্রয়োজন নেই।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া