adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খোকন কাঁদলেন বাবার ছবি বুকে চেপে

news_img (1)নিজস্ব প্রতিবেদক : বাবা প্রয়াত মোহাম্মদ হানিফ ছিলেন ঢাকার প্রথম নির্বাচিত মেয়র। তারই ছেলে হচ্ছেন বিভক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র। ডিসিসি নির্বাচনের সম্ভাবনা যখন থেকে উঁকি দিচ্ছিল তখন থেকেই আওয়ামী লীগ থেকে সমর্থন প্রত্যাশী ছিলেন সাঈদ খোকন। সমর্থন পাওয়ার পর একটা কথা খুব জোর দিয়েই বলেছিলেন-‘ঢাকার জন্য বাবা অনেক করেছেন, আরও করতে চেয়েছিলেন। করে যেতে পারেননি। আমি মেয়র হয়ে বাবার স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি নগরবাসীকে একটা বাসযোগ্য ঢাকা উপহার দিতে চাই।’

মেয়র তিনি হয়েছে। এখন স্বপ্নপূরণের পালা। তাই তো, বিজয়ের প্রায় চূড়ান্ত খবর কানে আসার সঙ্গে সঙ্গে দেয়ালে বাঁধাই করা বাবার ছবিটি বুকে জড়িয়ে কেঁদে ফেললেন সাঈদ খোকন। তার ঘনিষ্ঠরা জানালেন এ তথ্য। আর তাতক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আজকের দিনে বাবাকে খুব মনে পড়ছে। মিস করছি। বাবা থাকলে অনেক খুশি হতেন।’

সত্যিই তো খুব খুশি হতেন। ছেলে আজ ঢাকাবাসীর ভালোবাসা পেয়েছে, বেঁচে থাকলে মেয়র হানিফের বুকটা বাবা হিসেবে গর্বে ফুলে উঠতে বলার অপেক্ষা রাখে না। কিন্তু না ফেরার দেশে বসে বাবা ঠিকই তাকিয়ে আছেন ছেলের দিকে। বাবার নামটা ধরে রাখতে পারবেন তো খোকন?

দক্ষিণে সাঈদ খোকনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত মির্জা আব্বাস। তাকে লক্ষাধিক ভোটে হারিয়ে জয় পেয়েছেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া