adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উল্টো হেঁটে ৯ ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক : সোজা রাস্তায়তো সবাই হাঁটতে পারে। কিন্তু এবার টোকিওর ব্যস্ত রাস্তায় টানা ৯ ঘণ্টা স্বতস্ফূর্তভাবে হেঁটে রেকর্ড গড়লেন লুডোভিক জুলি। সম্প্রতি লুডোভিকের এই উল্টো হাঁটার দৃশ্য সম্প্রচার করেছে একটি ফরাসি টিভি চ্যানেল। যা ইন্টারনেটেও সাড়া ফেলেছে।যদিও ফরাসি চ্যানেলটি লুডোভিকের এই উল্টো হাঁটার দৃশ্যটি আকর্শনীয় করতে প্রচার করেছে একটু ভিন্ন আঙ্গিকে। ফরাসি টিভির অনুষ্ঠানটি দেখলে মনে হবে টোকিওর ব্যস্ত রাস্তায় যেন একমাত্র লুডোভিকই স্বাভাবিকভাবে হাঁটছেন।বাকি সব মানুষ হাঁটছে পেছনের দিকে।যা সকল শ্রেণীর শিল্প বোদ্ধা দর্শকের মন ভরিয়েছে।লুডোভিকের উল্টো হাঁটার এই কনসেপ্টটিকে বলা হচ্ছে স্লো টিভি। আর তাই লুডোভিকের এটিকে ফরাসি দর্শকদের জন্য ছোট্ট একটি বিপ্লব বলে আখ্যায়িত করছে সবাই।জানা যায়, উল্টোভাবে হাঁটার সময় যেন স্বাভাবিকভাবে হাঁটতে পারেন তার জন্য ২৮ বছর বয়সী লুডোভিক অনেকদিন ধরে আয়ত্ব করেছেন নাচের মুদ্রা।এই স্লো টিভি প্রোগ্রামটি ফরাসিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। সাধারণত এই অনুষ্ঠানে অনেকক্ষণ সরাসরি একটি বিষয়কে প্রচার করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া