adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের কোচের পদ থেকে বরখাস্ত কোর্টনি ওয়ালস

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে অপসারণ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ কিংবদন্তি ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশকে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটি নকআউট রাউন্ডে পৌঁছতে না পারায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বলেছে যে তারা শিগগিরই ওয়ালশ এবং বাকি সাপোর্ট স্টাফদের বদলে নতুন টিমকে নিয়োগ করবে।

সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স পর্যালোচনা করার পর ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের প্রধান কোচ কোর্টনি ওয়ালশকে দলের প্রধান কোচের পদ থেকে সরিয়ে দিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অফ ক্রিকেট জিমি অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন, গত আড়াই বছরে কোর্টনি এবং তার কারিগরি দল যে অবদান রেখেছে তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা তাদের মঙ্গল কামনা করছি।
কোর্টনি ওয়ালশ ২০২০ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেন। ওয়ালশের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ২৪টি টি-টোয়েন্টির মধ্যে সাতটি এবং ৩২টি ওয়ানডের মধ্যে ১১টিতে মাত্র জিতেছে। এই সময়ের মধ্যে দলের সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল ২০২১ সালে পাকিস্তানের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে সিরিজ জয়।

এছাড়া ২০২২ সালে ৫০ ওভারের বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে বলেছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের প্রধান কোচ কোর্টনি ওয়ালশের চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে এবং শিগগিরই নতুন বদলি নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। ওয়ালশ তার ক্যারিয়ারে ১৩২টি টেস্টে ৫১৯টি উইকেট এবং ২০৫টি ওয়ানডেতে ২২৭টি উইকেট শিকার করেছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া