adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি উদ্যোগে ‘সুলভ মূল্যে’ দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু আজ, চলবে ২৮ রমজান পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় আজ শুক্রবার (২৪ মার্চ) থেকে রাজধানীতে সরকারি উদ্যোগে ভ্রাম্যমাণ কুলিংভ্যানের মাধ্যমে বিক্রি করা হবে দুধ, ডিম ও মাংস। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুলভ মূল্যে এসব পণ্য বিপণন করবে।

প্রাণিসম্পদ অধিদফতরে গতকাল বৃহস্পতিবার এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। রমজান মাসে নিম্নবিত্তরা যেন সহজে প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে পারেন তাই এই ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন স্থানে কুলিংভ্যানের মাধ্যমে বিক্রি করা হবে দুধ, ডিম ও মাংস।

এতে তরল দুধ প্রতিলিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতিকেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতিকেজি ৯৪০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতিকেজি ৩৪০ টাকা এবং ডিম প্রতিটি ১০ টাকা দরে বিক্রি করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম জানালেন, এসব ভ্রাম্যমাণ দোকানে যে দাম ধার্য করা হয়েছে সেটিই চূড়ান্ত নয়। পর্যায়ক্রমে দাম আরও কমে আসবে।
২৮ রমজান পর্যন্ত এই ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা রাজধানীর ২০টি স্থানে পরিচালিত হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া