adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খানকে গ্রেফতার করতে গিয়ে শূন্য হাতে ফিরলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: ছলচাতুরির মাধ্যমে গ্রেফতার এড়ালেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার (৫ মার্চ) পিটিআই চেয়ারপার্সনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু তাকে গ্রেফতারে ব্যর্থ হয়। খবর রয়টার্সের।

রোববার বেলা সাড়ে ১২টা নাগাদ জামান পার্কের বাড়িতে পৌঁছায় ইসলামাবাদ পুলিশ। সেখানে পিটিআইকর্মী-সমর্থকদের বাধার মুখে পড়েন তারা। ইমরানের সমর্থকদের দাবি, গ্রেফতার করা হলে রাজপথে বইবে রক্তগঙ্গা। বড় ধরনের প্রতিবাদ-সমাবেশের হুমকিও দিয়েছে পিটিআই। ফলে বাধ্য হয়েই শূন্য হাতে ফেরে ইসলামাবাদ পুলিশ। অথচ তারা পৌঁছানোর কিছু আগেও জনতার উদ্দেশ্য ভাষণ দেন ইমরান খান।

তিনি বলেন, আদালত প্রাঙ্গণে বিন্দুমাত্র নিরাপত্তা নেই। অথচ সবাই জানে মৃত্যুঝুঁকি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এর মাঝে সরকার ছোটখাটো মামলায় এক আদালত থেকে অন্য আদালতে চক্কর কাটাচ্ছে। সময়ই তাদের দিবে উপযুক্ত শাস্তি।

গেলো সপ্তাহে, আলোচিত তোষাখানা মামলায় তিনি উপস্থিত ছিলেন না। যার শাস্তি হিসেবে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া