adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত হলো না ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে বহু দিন ধরে চলছে টানাপোড়েন। আদৌ কি এই প্রতিযোগীতায় ক্রিকেটকে ঢোকানো হবে? জানা গিয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। একই সঙ্গে আইওসির তরফে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। নিঃসন্দেহে এই খবরটি ক্রিকেট প্রেমীদের কাছে হতাশার।

তবে এমনও জানা গিয়েছে, সব কিছু ঠিক ঠাক থাকলে ২০২৮-এ না হলেও, তার পরের অলিম্পিক অর্থাৎ ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে সবটাই এখনও জল্পনাও স্তরেই রয়েছে। নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

আইসিসি ইতিমধ্যে একটি নতুন অলিম্পিক কমিটিও গঠন করে ফেলেছে। যার নেতৃত্বে থাকবেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের হয়েও প্রতিনিধিত্ব করেন। আইওসি ২০২২ সালের ফেব্রুয়ারিতে জানিয়েছিল যে, লস অ্যাঞ্জেলেস গেমসে মোট ২৮টি ক্রীড়া ইভেন্ট হবে। এবং তরুণদের কথা মাথায় রেখে সম্ভাব্য নতুন খেলাগুলিকেও যুক্ত করা হবে। তবে ক্রিকেটকে আপাতত দূরেই সরিয়ে রাখল আইওসি।

১৯০০ সালের প্যারিস অলিম্পিক গেমসে ক্রিকেট একবারই অংশ ছিল। যেখানে গ্রেট ব্রিটেন এবং আয়োজক ফ্রান্স- এই দুই দলই ছিল অংশগ্রহণকারী। গত বছর অগস্টে আইওসি আরও আটটি ক্রীড়া শাখার সঙ্গে পর্যালোচনার জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছিল। শোপিস ইভেন্টের জন্য বিবেচনা করা বাকি আটটি খেলা হল, বেসবল/সফটবল, পতাকা ফুটবল, ল্যাক্রোস, ব্রেক ডান্সিং, কারাতে, কিকবক্সিং, স্কোয়াশ এবং মোটরস্পোর্ট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া