adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজের সন্তানকে দেখে ভয়েই পালালেন পিতামাতা

1435744995আন্তর্জাতিক ডেস্কঃ নবজাতককে নয় | ডোডে পরিবারে প্রতিবেশীরা আসছিল যেন চিড়িয়াখানায় কোনও জন্তুকে দেখতে | সদ্যোজাত কন্যাকে দেখে ভয়ে পালাচ্ছিল সবাই | কোলে নেওয়ার প্রশ্নই ওঠে না | যদি ওই রোগ ছোঁয়াচে হয় ! এদিকে শিশুর শরীর খারাপ হচ্ছিল | বাবা-মা দুজনেই মুখে ফিরিয়েছে তার থেকে | শেষে তাকে কোলে করে ১৩৪ কিলোমিটার দূরে মুম্বই শহরে হাজির ৫০ বছর বয়সী ঠাকুরদা | সেখানে ওয়াদিয়া হাসপাতালে চিকিৎসা চলছে বিরল রোগাক্রান্ত এই শিশুর |

দু সপ্তাহ আগে মহারাষ্ট্রের এক গ্রামীণ হাসপাতালে স্বাভাবিক প্রসবে এই শিশুর জন্ম দেন ২৫ বছর বয়সী মমতা ডোডে | ভেবেছিলেন‚ ৩ বছরের মেয়ে পায়েলের মতো তাঁর দ্বিতীয় সন্তানও সুস্থ স্বাভাবিক হবে | ধাক্কা খেলেন নবজাতককে দেখে | কোনও শিশু নয় | দেখে মনে হহ্ছে যেন এক বৃদ্ধ বা বৃদ্ধা শুয়ে আছে | এতটাই কুঞ্চিত তার ত্বক |

মা মমতার মতো বাবা অজয়ও দায়িত্ব নিতে চান না এই অদ্ভূত দর্শন শিশুর | শেষে তার পাশে দাঁড়িয়েছেন ঠাকুরদা‚ দিলীপ ডোডে | পঞ্চাশ বছর বয়সী এই শ্রমিক সব কাজকর্ম ছেড়ে নাতনির সঙ্গে থাকছেন ওয়াদিয়া হাসপাতাল | হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা বাবদ ৫ লাখ টাকার ব্যয় মকুব করেছে | মকুব হয়েছে দিলীপ ডোডের থাকা খাওয়ার খরচও | তাঁর জন্য তিনি কৃতজ্ঞ |

এক বারের জন্য শিশুকে দেখতে হাসপাতালে আসেনি তার বাবা-মা | চামচে করে বা বোতলে ভরে ছাগদুগ্ধ তাকে খাওয়ায় তার ঠাকুরদা | তাঁর স্থির বিশ্বাস‚ পুত্র এবং পুত্রবধূ তাদের ভুল বুঝতে পারবে | তিনি জানিয়েছেন‚ গর্ভাবস্থায় পুত্রবধূর নিয়মিত চেক আপ হয়েছে | কোনও চিকিৎসক পূর্বাভাস দেননি এই অবস্থা হতে পারে |

ওয়াদিয়া হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন প্রাথমিক ভাবে তাঁদের মনে হয় এই শিশু Intra-Uterine Growth Retardation বা IUGR-এ আক্রান্ত | বিরল এই অসুখে মাতৃগর্ভেই এসে যায় বার্ধক্য | এছাড়াও শিশুটির ক্রোমোজোমের গঠনগত ত্রুটি আছে বলে মনে করা হচ্ছে | জন্মের সময় তার ওজন ছিল মাত্র ৮০০ গ্রাম | তবে চিকিৎসকরা জানাচ্ছেন‚ আগের থেকে শিশুটির অবস্থার উন্নতি হচ্ছে | সে ক্রমশ চিকিৎসায় সাড়া দিচ্ছে |

চিকিৎসকদের ভরসায় নতুন দিনের স্বপ্ন দেখছেন লড়াকু দিলীপ ডোডে | সুত্রঃসকালের বার্তা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া