adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জম্ম নিয়েই হাঁটল নবজাতক!

BORN BABYআন্তর্জাতিক ডেস্ক : বর্তমান সময়ে পৃথিবীর সর্বত্রই ব্যাপক প্রতিযোগিতা। তাই সময় নষ্ট করার কোনো উপায় নেই। মায়ের পেটে থাকতেই সেকথা টের পেয়েছিল। তাই ভূমিষ্ঠ হয়েই গটগটিয়ে চলতে চেষ্টা করল সদ্যোজাত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। 

আর্লেত আরান্তেস নামের এক ব্রাজিলিয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন। তাতে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় তোয়ালের ওপর সদ্যোজাত শিশুটিকে ধরে রেখেছেন একজন নার্স। তার হাতে ভর করে উঠে দাঁড়াল সে। তারপর হাতের ওপর ভর করেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে শুরু করল। বিশ্বাস করতে পারছিলেন না সেখানে উপস্থিত লোকজন। 

তাদের দেখাতে শিশুটিকে তোয়ালের ওপর সরিয়ে নিয়ে আনলেন নার্স। কিন্তু ফের একই দৃশ্য নার্সের হাতে ভর করে দাঁড়িয়ে চলতে শুরু করল শিশুটি। তবে এবার নার্সের ওপর বিরক্ত, যথেষ্ট বিরক্ত সে। তাই হাতের ওপর ঝুঁকে পড়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগল।’ সাধারণত জন্মের ১২ মাস পর হাঁটতে শুরু করে শিশু। তাই সদ্যোজাতের এমন কাণ্ড কারখানা দেখে অবাক পুরো পৃথিবী। এখনও পর্যন্ত প্রায় ৫ কোটি মানুষ ভিডিওটি দেখেছেন। শেয়ার করেছেন প্রায় ১৩ লাখ জন। 

https://www.youtube.com/watch?v=atuC4y_9krE&feature=youtu.be

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া