adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে চালকের সাজা ৭ বছর জেল বহাল

আদালত সড়ক দুর্ঘটনায় মৃত্যু: বেপরোয়া চালকের সাজা ৭ বছর বহালনিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য দায়ী গাড়ি চালকদের তিনবছরের সাজার বিধান বাতিল করে আগের সাত বছরের কারাদণ্ডের বিধান রাখার পক্ষে মত দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আরো বলা হয়, ‘এ সাজা আরো বাড়ানো প্রয়োজন।’
বৃহস্পতিবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ পর্যবেক্ষণমূলক আদেশ দেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য দায়ী চালকদের আগে শাস্তির বিধান ছিল সাত বছর করাদণ্ড। ১৯৮৫ সালে ১০ অক্টোবর এ আইন সংশোধন করে সাজা তিন বছর করা হয়। এ বিধান বাতিল চেয়ে ২০১১ সালের ৪ জানুয়ারি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে একটি রিট করা হয়।
পরে আদালত এ বিধান কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতেই আদালত ওই সাজা বাতিল করে সাত বছর বহাল রাখেন। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ‘এ সাজা আরো বাড়ানো প্রয়োজন।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া