adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবার কীর্তি স্পর্শ করলেন শচীন পুত্র অর্জুন

স্পোর্টস ডেস্ক: বাবার কাছ থেকেই ক্রিকেটের গল্প শোনা অর্জুনের। এরপর ক্রিকেটের সঙ্গে পরিচয়। অনুসরণও করেছেন বাবার পথই। শুধু তাই নয়, শুরুটাও করেছেন ঠিক বাবার মতোই। রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে বাবার কীর্তি স্পর্শ করলেন শচীন পুত্র অর্জুন। – হিন্দুস্তানটাইমস

১৯৮৮ সালে রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শচীন টেন্ডুলকার। বোলিং অলরাউন্ডার হিসেবে পরিচিত হলেও এবার ব্যাট হাতেও চমক দেখিয়েছেন অর্জুন। চলমান রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে রাজস্থানের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে শতরানের এই মাইলফলকে পৌঁছান। ৩৪ বছর পর শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকারও গড়লেন একই কীর্তি।
২৩ বছরের এই অলরাউন্ডার গোয়ার হয়ে সাত নম্বরে ব্যাট করতে নামেন রাজস্থানের বিরুদ্ধে। ব্যাট থেকে এসেছে ১২০ রান। ২০৭ বলের ইনিংসে রয়েছে ১৬টি চার এবং ২টি ছয়। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সদস্য অর্জুন টেন্ডুলকার। তবে এখন শুধু আরেকটু পাকা পোক্ত হওয়ার অপেক্ষা। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া