adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাকিস্তানের সেমিফাইনালে খেলার আশা টিকে থাকলো

স্পোর্টস ডেস্ক: বাবর আজম ও মোহম্মদ রিজওয়ানের অবদান ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান। ব্যাটে-বলে দলের জয়ে মুখ্য ভূমিকা নেন শাদব খান। ব্যাট হাতে ইফতেখার আহমেদ ও বল হাতে শাহিন শাহ আফ্রিদিও পাকিস্তানের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন।

অথচ, টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তান একসময় ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়েছিলো। সেখান থেকে তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৫ রান সংগ্রহ করে নেয় ইফতেখার ও শাদবের জোড়া হাফ-সেঞ্চুরির সুবাদে।

বাবর আজম ১৫ বলে ৬ রান করে আউট হন। ৪ বলে ৪ রান করে মাঠ ছাড়েন রিজওয়ান। শান মাসুদ ২ রান করে সাজঘরের পথে হাঁটা লাগান। ২৮ রান করে ডাগ-আউটে ফেরেন মোহম্মদ হ্যারিস। মোহম্মদ নওয়াজের অবদান ২৮ রান। ইফতেখার ৩৫ বলে ৫১ রান করে আউট হন। শাদব খান ২২ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন। খাতা খুুলতে পারেননি মোহম্মদ ওয়াসিম। ৫ রান করে নট-আউট থাকেন নাসিম শাহ। ৩ রানের যোগদান রাখেন হ্যারিস রউফ।

এনরিখ নরকিয়া ৪১ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি। পাল্টা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৬৯ রান তোলার পরে বৃষ্টিতে ম্যাচ বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। বৃষ্টির পরে পুনরায় ম্যাচ শুরু হলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য পরিবর্তিত লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৪ ওভারে ১৪২ রানের। শেষমেশ তারা ৯ উইকেটের বিনিময়ে ১০৮ রানে আটকে যায়। পাকিস্তান ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৩৩ রানে ম্যাচ জেতে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া