adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মতিঝিল থেকে ২৭ কোটি টাকার নকল পণ্য জব্দ

a-cডেস্ক রিপাের্ট : রাজধানীর মতিঝিল এলাকায় একটি ওয়্যারহাউজে (গুদামে) অভিযান চালিয়ে ২৭ কোটি টাকার নকল এসি, টেলিভিশন ও কসমেটিক্স জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল বুধবার সোর্স থেকে তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, বিভিন্ন ব্রান্ডের নকল এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছে। আগেই কাগজপত্র পরীক্ষা করে আজ বুধবার এ সব পণ্য আটক করা হয়েছে। 

এর মধ্য রয়েছে নকল টিভি ১৩৫৮টি, নকল এয়ার কন্ডিশনার ১৯৬টি, ৩৩টন কসমেটিকস। এগুলো জনস্থাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও বিপজ্জনক পণ্য। এর সবই আইপিআর ভঙ্গ করে অনুমতি না নিয়ে বাজারে ছাড়ার প্রস্তুতি চলছিল।

পরে এনবিআর চেয়ারম্যান জনাব মো. নজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'শুধু রাজস্ব আদায় নয়, জনস্বাস্থ্য, নিরপত্তা, সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ ও জাতীয় স্বার্থে রক্ষা এনবিআরের অন্যতম কাজ। দোষীদের খুঁজে বের করা হবে এবং জিরো টলারেন্স নীতি অনুসৃত হবে।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া