adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের কাছে হার পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের চোখে বিব্রতকর

স্পোর্টস ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ বলে হেরে গেলো পাকিস্তান। উত্তরসূরিদের এমন হারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, শহিদ আফ্রিদি ও মোহাম্মদ আমির।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বৃহস্পতিবার পার্থে মোহাম্মদ ওয়াসিমের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে ১৩০ রানে আটকে দেয় পাকিস্তান। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেই রানও তাড়া করে জিততে পারেনি তারা। হেরে যায় ১ রানে।
একটা পর্যায়ে ৭ উইকেট হাতে রেখে পাকিস্তানের দরকার ছিল ৩৯ বলে ৪৩ রান। এরপর পথ হারিয়ে ফেলে তারা। শেষ ওভারে ১১ ও শেষ তিন বলে ৩ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয় সাবেক চ্যাম্পিয়নরা।
টানা দুই হারে বাবর আজমের দলের সেমি-ফাইনালের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে।
জিম্বাবুয়ের বিপক্ষে হারটা যেন মানতেই পারছেন না শোয়েব। টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক গতিতারকা। ক্ষোভের ভাষা যথারীতি তার গতিময় বাউন্সারগুলোর মতোই আক্রমণাত্মক।
এটা বিব্রতকর, খুব ভদ্রভাবে বললে।
আরেক সাবেক পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, হতবাক করা ঘটনা। টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ২০২০ সালে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া বাঁহাতি পেসার মোহাম্মদ আমির প্রশ্ন তুললেন দল নির্বাচন নিয়ে।
আমি প্রথম দিন থেকে বলে আসছি, দল নির্বাচন বাজে হয়েছে। এর দায়িত্ব এবার কে নেবে
সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদির মতে, শ্রেয়তর দলে হিসেবেই জিতেছে জিম্বাবুয়ে। এই ফলাফলকে মোটেও অঘটন বলব না। যারা ম্যাচ দেখেছে, তারা জানে জিম্বাবুয়ে প্রথম বল থেকে দারুণ ক্রিকেট খেলেছে। ওরা দেখিয়েছে এরকম ব্যাটিং পিচেও কীভাবে এত কম রান ডিফেন্ড করা যায়। জিম্বাবুয়েকে অভিনন্দন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া