adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক সিএবি সচিবের দাবি – গাঙ্গুলি যেভাবে ক্ষমতা দখল করেছিলেন সেভাবেই তাকে ছুড়ে ফেলা হলো

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে মেয়াদ শেষের পথে সৌরভ গাঙ্গুলি। আরো একবার সভাপতি হওয়ার সুযোগ থাকলেও তাকে রাখা হচ্ছে না। সৌরভের জায়গায় নতুন সভাপতি হতে যাচ্ছেন আরেক সাবেক ক্রিকেটার রজার বিনি। এর পেছনে জটিল রাজনীতির গন্ধ আগেই পাওয়া গিয়েছিল। হিন্দুস্তানটাইমস

এদিকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সাবেক সচিব বিশ্বরূপ দে মনে করছেন, সৌরভ ভুল পথে হাঁটার মাসুল দিলেন। সৌরভ গাঙ্গুলির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বিশ্বরূপের। মাঝখানে সম্পর্ক কিছুটা তিক্ত হয়েছিল। পরে সিএবি ছেড়ে রাজনীতিতে যোগ দেন বিশ্বরূপ। তার পরও ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি। একটি ফেসবুক পোস্টে তিনি সৌরভকে নিয়ে লিখেছেন, বাংলার কোনো প্রতিনিধি যখন প্রশাসন বা অন্য কোনো ক্ষেত্রের সর্বোচ্চ পদ থেকে সরে আসেন বা তাকে যখন সরিয়ে দেওয়া হয়, সেটা একজন প্রকৃত বাঙালির কাছে সুখকর হতে পারে না।

সৌরভকে সরাসরি আক্রমণ করে বিশ্বরূপ লিখেছেন, বছর তিনেক আগে বিজেপির হাত ধরে (অমিত শাহর হাত ধরে) ব্রিজেশ প্যাটেলকে হটিয়ে রাতারাতি বোর্ড প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন সৌরভ। অথচ সাবেক ভারতীয় ক্রিকেটার ব্রিজেশের প্রেসিডেন্ট হওয়া ছিল নিশ্চিত। কিন্তু ব্রিজেশের বদলে সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট করা হয় শুধু ২০২১ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে। ঠিক একই রকমভাবে আমার গুরু শ্রদ্ধেয় জগমোহন ডালমিয়ার আকস্মিক প্রয়াণের ৭২ ঘণ্টার মধ্যে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর (মমতা ব্যনার্জী) শরণাপন্ন হয়ে সিএবি প্রেসিডেন্ট হয়েছিলেন সৌরভ।

সাবেক ভারত অধিনায়কের মতো এত বড় মাপের মানুষের থেকে এভাবে ক্ষমতা দখল সমর্থন করেননি বিশ্বরূপ দে। তবে বিসিসিআই পর্ব শেষ হলেও সৌরভের ভবিষ্যৎ জীবনের জন্য তিনি শুভেচ্ছা জানিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া