adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে নিয়েই মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ আয়োজনের আশা

নিজস্ব প্রতিবেদক: ফিফার নিষেধাজ্ঞার কারণে এখনো অনিশ্চয়তার মধ্যে ভারতীয় ফুটবল। ফলে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ নিয়ে চলছে টানাপড়েন। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ফিফার শর্ত মেনে এরই মধ্যে নিষেধাজ্ঞা থেকে মুক্তির পথ বের করেছে দেশটি। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনও (সাফ) তাই ভারতকে নিয়েই টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে।

ফেডারেশনে তৃতীয় পক্ষের অন্যায্য হস্তক্ষেপ এর অভিযোগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওপর গত সপ্তাহে নিষেধাজ্ঞা দেয় ফিফা। এই নিষেধাজ্ঞায় ফিফার কোনো ধরনের টুর্নামেন্ট ও ফুটবল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না দেশটি। সাফের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।

নেপালের কাঠমা-ুতে আগামী ৬ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। ভারতের খেলার বিষয়ে গত সপ্তাহে সাফভুক্ত দেশগুলোর ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদের বৈঠকে আলোচনা হয়। ভার্চুয়াল সেই সভা শেষে সাফের সাধারাণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৩ অগাস্ট পর্যন্ত অপেক্ষা করবেন তারা। ডেডলাইনের শেষ দিনে এসে ভারতকে নিয়ে বেশ ইতিবাচক মনে হচ্ছে সংস্থাটিকে। বর্তমান প্রেক্ষাপটই আসলে আশাবাদী করছে তাদের।
গত মে মাসে ভারতের সর্বোচ্চ আদালত এআইএফএফের কমিটি ভেঙে দিয়ে তিন সদস্যের একটি প্রশাসনিক কমিটি গঠন করে দিয়েছিল। এর প্রেক্ষিতেই দেশটির ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা নেমে আসে। তবে সোমবার ভারতের সর্বোচ্চ আদালত নিজেদের গড়ে দেওয়া কমিটি ভেঙে দিয়েছে। এরই মধ্যে নিষেধাজ্ঞা তুলে নিতে ফিফার কাছে এআইএফএফ আবেদন করেছে বলেও ভারতের সংবাদ মাধ্যমের খবরে উঠে এসেছে। – আজকাল,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া