adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল-কলেজ বন্ধসহ যেসব বিধিনিষেধ জারি হলো পশ্চিমবঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ জারি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার। বন্ধ থাকবে স্কুল, কলেজ। সরকারি এবং বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ অর্থাৎ অর্ধেক কর্মী উপস্থিত থাকতে পারবেন। সন্ধ্যা ৭টার পর বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা।

জারি করা বিধিনিষেধগুলো হলো-

> সপ্তাহে মাত্র ২ দিন দিল্লি ও মুম্বাই থেকে কলকাতায় নামতে পারবে বিমান।

> সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন, উঠতে পারবেন ৫০ শতাংশ যাত্রী।

> তবে গণপরিবহনের সংখ্যা কমছে না। সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি।

> দিল্লি এবং মুম্বাই থেকে রাজ্যে বিমান নামার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে রাজ্যটির সরকার। রোববার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, এবার থেকে সপ্তাহে দু’দিন (সোমবার এবং শুক্রবার) দিল্লি এবং মুম্বাইয়ের বিমান পশ্চিমবঙ্গে নামতে পারবে। আগামী ৫ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ কার্যকর হবে।

> সোমবার এবং শুক্রবার থেকে সপ্তাহে মুম্বই এবং দিল্লি থেকে বিমান চলবে।

> রাত ১০টা থেকে ভোর ৫টা থেকে পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ জারি থাকবে। এই সময়ে শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড় পাবেন।

> মাস্ক ছাড়া কোনো বাজার বা শপিং মলে প্রবেশ করা যাবে না। কড়া ব্যবস্থা নেওয়া হবে না।

> হোম ডেলিভারি চালু থাকবে। মেনে চলতে হবে যাবতীয় করোনা বিধি।

> সোমবার থেকে কলকাতার ১১টি জায়গায় মাইক্রো কনটেনমেন্ট জোন। এ ছাড়াও উত্তর ২৪ পরগনা, হাওড়ার মতো জায়গায় করোনা বিধিনিষেধ জারি করা হবে।

> মেট্রো সাধারণ সময় মেনে চলতে পারবে। তবে সর্বাধিক ৫০ শতাংশ যাত্রী উঠতে পারবেন। সন্ধ্যা সাতটার পর সব লোকাল ট্রেন বন্ধ থাকবে। তবে দূরপাল্লার ট্রেন চলবে।

> বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন উপস্থিত থাকতে পারবেন।সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন উপস্থিত থাকতে পারবেন।বৈঠক এবং আলোচনাসভায় সর্বাধিক ২০০ জন থাকতে পারবেন।

> রেস্তোরাঁ এবং পানশালায় সর্বাধিক ৫০ শতাংশ লোক ঢুকতে পারবেন। রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।

> ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা রাখা যাবে। রাত ১০টা পর্যন্ত সিনেমা খোলা রাখার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

শপিং মল এবং মার্কেট কমপ্লেক্সে সর্বাধিক ৫০ শতাংশ লোক ঢুকতে পারবেন। রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।

> জিম, সেলুন, সুইমিং পুল, স্পা, বিউটিপার্লার বন্ধ থাকবে। বিনোদন পার্ক, চিড়িয়াখানা বন্ধসহ যাবতীয় পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।

> সরকারি এবং বেসরকারি অফিসে দিনে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন। ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ জোর দিতে হবে।

> সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। কোনও পাঠদান হবে না। স্কুলের প্রশাসনের সঙ্গে যুক্ত, তারা স্কুলে যেতে পারবেন। তবে দৈনিক উপস্থিতি ৫০ শতাংশে বেঁধে রাখতে হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া