adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আজকাল’ পত্রিকা জানায় – ভারতে বাংলাদেশি মহিলা পর্যটকদের বিশেষ তল্লাশি বিএসএফের

ডেস্ক রিপোর্ট : বোরখা পরা বাংলাদেশি মহিলাদের ভারতে যাওয়া এখন কঠিন। গেলেই হেনস্থার শিকার হতে হচ্ছে।
কলকাতার ‘আজকাল পত্রিকা’ জানিয়েছে, বোরখা পরা বাংলাদেশি মহিলা পর্যটকদের বিএসএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা জওয়ানরা তল্লাশি করছেন৷ বিএসএফের একটি সূত্র থেকে জানা গেছে, বর্ধমানে বোমা বিস্ফোরণের টনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরর নির্দেশ মোতাবেক কড়াকড়ি শুরু হয়েছে মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে৷ বাংলাদেশ থেকে আগত পর্যটকদের ওপরেও বিশেষ নজরদারি শুরু করেছেন বিএসএফ এবং রাজ্য কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের কর্তারা৷
বিএসএফের মালদা রেঞ্জের ডিআইজি রাজ সিং রাঠোর জানিয়েছেন, সীমান্তে জওয়ানদের কড়া নজরদারি রয়েছে৷ এর বেশি কিছু বলতে পারব না৷

বিএসএফ এবং পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে, পর্যটকেরা ভারতে কত দিনের জন্য আসছেন, কোথায় যাচ্ছেন, এপারে পর্যটকদের আত্মীয়-পরিজনদের সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করা হচ্ছে৷ ইতিমধ্যে সীমান্ত এলাকাগুলিতে বিএসএফের মহিলা এবং পুরুষ জওয়ানেরা ব্যাপক নজরদারি শুরু করেছেন৷ মহিলা পর্যটকদের ক্ষেত্রে বিশেষ নজর রাখা শুরু করা হয়েছে৷
পত্রিকাটি আরো জানায়, বিএসএফের পাশাপাশি কাস্টমস অফিসারেরাও পর্যটকদের যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখছেন৷ মহদিপুর সীমান্তে পর্যটকদের পাসপোর্ট, ভিসা-সহ যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখার জন্য আলাদা করে একটি অফিস রুম চালু করা হয়েছে৷ বাংলাদেশি পর্যটকদের পাসপোর্টের বৈধতা সম্পর্কে বিশদ তথ্য খোঁজখবর রাখছেন বিএসএফ এবং গোয়েন্দা বিভাগের অফিসারেরা৷ বিএসএফ সূত্রে জানা গেছে, মালদা জেলায় বিএসএফের ১২৫, ১১৪, ৩১ এবং ২০বি এই চারটি ব্যাটেলিয়ন রয়েছে৷ প্রতিটি ব্যাটেলিয়নেই ১২ থেকে ১৪ জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা জওয়ান রয়েছেন৷ আরও দুটি ব্যাটেলিয়ন মালদা রেঞ্জের অন্তর্বর্তী হলেও তা মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত তদারকিতে রয়েছে৷ ১২৫ নম্বর ব্যাটেলিয়নের দায়িত্বে রয়েছে মহদিপুর সীমান্তের কাঞ্চনটাড় এলাকা থেকে বৈষ্ণবনগর সবদলপুর এলাকা পর্যন্ত৷ ১১৪ নম্বর ব্যাটেলিয়নের অধীনে রয়েছে ইংরেজবাজার থানার কেষ্টপুর এলাকা হবিবপুর সীমান্ত পর্যন্ত৷ ৩১ নম্বর ব্যাটেলিয়নের দায়িত্বে রয়েছে হবিবপুর থানা এলাকা থেকে বামনগোলা থানার শেষ সীমান্ত পর্যন্ত এবং ২০বি ব্যাটেলিয়নের দায়িত্বে রয়েছে বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকা থেকে মুর্শিদাবাদের খান্ডুয়া এলাকা পর্যন্ত৷ জেলার সীমান্তবর্তী এলাকায় গঙ্গা, মহানন্দা, ভাগীরথী, পুনর্ভবা এবং টাঙন নদীর ৩৪ কিলোমিটার নদীপথ রয়েছে৷ সেখানেও স্পিডবোট নিয়ে বিএসএফের টহলদারি জোরদার করা হয়েছ৷ রাতে সীমান্ত প্রহরায় সার্চলাইট এবং প্রশিক্ষিত কুকুর নিয়ে টহলদারি শুরু করেছে বিএসএফ৷
বাংলাদেশ থেকে আগত পর্যটক ভবেশ পাল, রিনি বিবি বলেন, আমরাও খবরের কাগজে পড়েছি বর্ধমানে বোমা বিস্ফোরণ এবং জঙ্গি যোগসাজশের কথা৷ এর পর থেকে মহদিপুর সীমান্তে কড়া নজরদারি শুরু হয়েছে৷ এটা খুব ভাল৷ ইদ উপলক্ষে ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছি৷ আমাদের যাবতীয় জিনিসপত্র এবং শরীরও মেটাল ডিটে’র দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন সীমান্ত বাহিনীর পুরুষ ও মহিলা জওয়ানেরা৷ যদিও এর আগেও ভারতে এসেছি৷ কিন্তু এতটা কড়াকড়ি দেখিনি৷

মালদা এ‘পোর্টারস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সমীর ঘোষ বলেন, বর্ধমানে বোমা বিস্ফরণ-কাণ্ডের পর জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি শুরু করেছে বিএসএফ৷ তবে এক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত মহদিপুরে বিশেষ কোনো প্রভাব পড়েনি৷ আমরাও এ ব্যাপারে সতর্ক রয়েছি৷ বিএসএফের সঙ্গে সব রকমভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এ‘পোর্টারস অ্যাসোসিয়েশন৷ এদিকে, মালদায় অবৈধ অনুপ্রবেশ নিয়ে আগাগোড়াই প্রতিবাদে সোচ্চার হয়েছিল জেলা বিজেপি৷ দলের সাধারণ সম্পাদক অজয় গাঙ্গুলি বলেন, ইউ পি এ সরকারের আমলে জেলায় ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ হয়েছে৷ বিজেপি সরকার কেন্দ্রে আসার পর সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি শুরু হয়েছে৷ মালদা জেলায় এখনও বহু অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে, যাদের কোনো বৈধ পরিচয়পত্র নেই৷ বাংলাদেশে চাকরি করে এমন কিছু মানুষও মালদায় এসে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছে৷ এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছিল৷ রাজ্য পুলিশ ও প্রশাসনের উদাসীনতার কারণেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঘাঁটি হয়ে উঠেছে মালদা জেলা৷ অবিলম্বে এ ব্যাপারে জেলা পুলিশ ও প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া দরকার৷
পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি জানিয়েছেন, আমি মালদায় আসার পর এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি৷ তবে বিএসএফের সঙ্গে সমন্বয় রেখেই সীমান্তবর্তী এলাকায় পুলিশ নজরদারি চালাচ্ছে৷ এদিকে বিএসএফের ১২৫ নম্বর ব্যাটেলিয়নের অতিরিক্ত সাব-ইনস্পেক্টর চোখা রাম জানিয়েছেন, বর্ধমানে বোমা বিস্ফোরণ-কাণ্ডের পর দিল্লি থেকে সীমান্তে কড়া নজরদারির নির্দেশ এসেছে৷ সীমান্তে চার চাকার গাড়ি, সাইকেল, মোটরবাইকে এবং পায়ে হেঁটে জওয়ানরা নজরদারি চালাচ্ছেন৷ মহিলা পর্যটকদের তল্লাশির জন্য মহিলা জওয়ানরা নিযুক্ত রয়েছেন৷ যে-সব জায়গায় এখনও থ্রি-ফেজের তারকাটার বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হয়নি৷ সেখানে সার্চলাইট ব্যবহার করা হচ্ছে৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া