adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোরগের দাম ২ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক : আয়াম চেমানি। নাম শুনে মিশরীয় কোনো মমি মনে করবেন না! চেমানি বড়ই দুর্লভ প্রজাতির মোরগ। ভ্রু কোঁচকাবেন না, এটুকুতেই শেষ নয়!
আপনার জীবদ্দশায় নানা জাতের মোরগ-মুরগির মাংস খেয়ে থাকতে পারেন। মাংসের রং বড়জোর সাদা, লালচে বা বাদামি- এর বেশি তো নয়। কিন্তু এই মোরগের মাংস থমথমে রাতের মতো কালো। যেন কোনো দুষ্ট প্রেতাত্মা এর উপর ভর করেছে! 
আয়াম চেমানির উতপত্তি ইন্দোনেশিয়া। তবে খোদ ইন্দোনেশিয়াতেই এর খোঁজ পাওয়া মুশকিল। সেদেশের হাতে গোনা কিছু খামারি এই মোরগ পালন করে থাকেন। আয়াম চেমানির রক্ত বাদে চোখ, ঠোঁট, চামড়া, গিলা, কলিজাসহ দেহের আর সবই কালো। এরকম সর্বাঙ্গ কালো আর কোনো পশু-পাখি নেই।
এজন্য স্থানীয়দের বিশ্বাস, আয়াম চেমানি হলো জাদুর মোরগ। এই মোরগের নাকি ঐশ্বরিক ক্ষমতা আছে। আর এই লোকবিশ্বাসের কারণেই আয়াম চেমানির দাম এত বেশি। 
আবার চমকে ফিরে আসি। একটু আগেই দামের কথা উঠল যখন বলি, হয়ত আন্দাজ করছেন, কত আর হবে! পাঁচশ, এক হাজার, পাঁচ হাজার, দুর্লভ বলে খুব বেশি হলে দশ-বিশ। কিছু মনে করবেন না, এর দাম বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ টাকা। 
শুনে বিষম খেলেন তো? ইন্দোনেশিয়া থেকে কিনলেই শুধু এই দামে পাবেন। তবে মার্কিন মুলুক থেকে কিনলে, চোখের পলকে দাম হয়ে যাবে দ্বিগুন, মানে চার লাখ! 
দাম শুনে চোখ মাথায় তুলে লাভ নেই বরং জিজ্ঞেস করুন, এই দুর্লভ-দুর্মূল্য মোরগের মাংস খাওয়া যায় কি-না। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে- হ্যাঁ, একশবার! 
স্বাদের কথা যদি বলি, শুধু ঘ্রাণ শুকেই নিরামিষভোজীরা আমিষের লাইনে চলে আসবেন, পাক্কা! 
এশিয়ায় আয়াম চেমানি বেশি জনপ্রিয় এর মাংসের জন্য। কালো মাংসে কোনো ঐশ্বরিক ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করেন অনেকে। এর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। বিশেষ করে সন্তান জন্মদানের আগে ও পরে এর মাংস খাওয়া বেশি উপকারী।
এশিয়ানরা চেমানির মাংস খাওয়া ভাগ্যের সহায়ক ও ভাগ্য পরিবর্তনে বিশেষ ভূমিকা পালনকারী বলেও মনে করে।
এই প্রজাতির মুরগি বছরে ডিম পাড়ে প্রায় ৮০টি। ডিমের রং হয় ক্রিম রঙের। ইন্দোনেশিয়ান ভাষা আয়াম অর্থ মুরগি আর চেমানি অর্থ সম্পূর্ণ কালো। জাভা এর মূল উতপত্তিস্থল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া