adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার রেকর্ডে শহিদ আফ্রিদির উপরে রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কায় এশিয়ার মধ্যে শীর্ষে উঠলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে টপকে তিনিই এখন সবচেয়ে বেশি ছক্কার মালিক। ৫২৪ ম্যাচে ৪৭৬টি ছক্কা মেরেছেন সাবেক ক্রিকেটার আফ্রিদি। আর ৪০৯ ম্যাচে রোহিত মেরেছেন ৪৭৭টি ছক্কা।
২৭ টেস্টে ৫২টি, ৩৯৮ ওয়ানডেতে ৩৫১টি ও ৯৯টি টি-টোয়েন্টিতে ৭৩টি ছক্কা মেরেছেন আফ্রিদি। আর ৪৫ টেস্টে ৬৪টি, ২৩৩ ওয়ানডেতে ২৫০টি ও ১৩২টি টি-টোয়েন্টিতে ১৬৩টি ছক্কা আছে রোহিতের। তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ডের মালিক অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। সব মিলিয়ে ৪৮৩ ম্যাচে তিনি ৫৫৩টি ছক্কা মেরেছেন।
গতরাতে ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ১৬ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৩ রান করেন রোহিত। ইনিংসে ৩টি ছক্কায় তিন ফরম্যাট মিলিয়ে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড তিনি নিজের করে নেন। পাশাপাশি তিনি বিশ্বের দ্বিতীয় ওপেনিং ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রান পূর্ণ করেন। জি নিউজ,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া