adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারাবে অস্ট্রেলিয়া : রিকি পন্টিং

স্পোর্টস ডেস্ক : এ বছর অস্ট্রেলিয়াতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘুচাতে শুরু করেছে দলগুলো। তবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং অন্য কোনো দলের সুযোগ দেখছেন না বিশ্বকাপে। তার মতে, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ঘরে যাবে এবারের বিশ্বকাপও।
দ্য আইসিসি রিভিউয়ের সর্বশেষ এপিসোডে পন্টিং বলেন, আমি মনে করি, ভারত ও অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে। সেখানে ভারতকে হারাবে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডকে ফাইনালে না দেখলেও দলটির প্রসংশা করেছেন পন্টিং, ‘সাদা-বলের ক্রিকেটে ইংল্যান্ডও দুর্দান্ত দল। আমি মনে করি, কাগজে কলমে তিনটি দল বেশ এগিয়ে। তারা হলো – ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ম্যাচ জেতানোর মতো অনেক খেলোয়াড় রয়েছে তাদের।
মেলবোর্নে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। সেই ফাইনালের জন্য আরো কয়েকটি দলকে ফেভারিট মানছেন পান্টার, নিউজিল্যান্ড, পাকিস্তান বা ওয়েস্ট ইন্ডিজ চাইবে সেই ফাইনালে খেলতে। তারা টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে বেশ মানানসই। এই তিন দলের কেউ যদি ফাইনালে উঠে যায়, তাহলে আমি অবাক হব না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া