adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির হুমকি

BD-NZক্রীড়া প্রতিবেদক : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের উদ্বোধনী ম্যাচটি সুন্দরভাবে শেষ করতে পারেনি বাংলাদেশ। স্বাগতিকদের বিরুদ্ধে চলমান ম্যাচটি প্রচ- বৃষ্টিতে পরিত্যক্ত হয় মাঝপথে। এবারও বৃষ্টির হুমকি। এই হুমকি নিয়েই সিরিজের দ্বিতীয় সাক্ষাতে ১৭ মে বুধবার মাঠে নামছে মাশরাফিবাহিনী। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় খেলা মাঠে গড়াবে। বৃষ্টি বাধায় খেলা হোক বা না হোক, টাইগারবাহিনী প্রতিনিয়ত অনুশীলন করেছে, নিজেদের তৈরি করে নিয়েছে নিউজিল্যােিন্ডর বিরুদ্ধে লড়াই করতে।     
এদিকে ক্রিকেটের ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, আয়ারল্যান্ডে এখন তাপমাত্রা ১৭-১৯ ডিগ্রীর মতো। মানে খুব বেশি শীত নয় আবার গরমও নয়। যেটাকে বলে আরামদায়ক আবহাওয়া। কিন্তু গত কয়েকদিনে ধরে আকাশে মেঘ। বৃষ্টিও হচ্ছে প্রায় প্রতিদিন।
মঙ্গলবার আবহাওয়া ছিল তুলনামূলক ভালো। আকাশে মেঘ থাকলেও বৃষ্টি ছিল না। সোমবার বাংলাদেশ দল অনুশীলন না করলেও এদিন স্থানীয় সময় সকালে আর বাংলাদেশ সময় বিকালে অনুশীলন করে বাংলাদেশ দল। কিন্তু আজকের ম্যাচটা যে পুরোপুরি সম্পন্ন হতে পারবে তার কোনো নিশ্চিয়তা নেই। কারণ দেশটির আবহাওয়ার রিপোর্টে সুসংবাদ নেই। সেখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আবহাওয়ার রিপোর্টে ভোর এবং সকালের দিকেই বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ১২ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে প- হয়ে যায়। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৩১.১ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান করেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে এরপর আর খেলা মাঠে গড়াতে পারেনি। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড জিতলেও এদিনও ম্যাচের মাঝখানে বৃষ্টি হয়েছে। তবে ম্যাচটি শেষ হতে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
এদিকে নিষেধাজ্ঞার কারণে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ওই ম্যাচে অধিনায়কত্ব করেছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ অবশ্য বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরছেন মাশরাফি। এই সিরিজে নিউজিল্যান্ড খুব একটা শক্তিশালী দল নয়। আইপিএলের কারণে নিয়মিত দলের প্রায় দশ ক্রিকেটারকে ছাড়াই আয়ারল্যান্ড সফরে এসেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দলে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কলিন ডি গ্র্যান্ডহোমের মতো ক্রিকেটাররা। টম ল্যাথামের নেতৃত্বে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে এই সিরিজ খেলছে কিউইরা।
বাংলাদেশের সামনে তাই নিউজিল্যান্ডকে হারানোর ভালো সুযোগ। গত ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের কাছে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার এই সুযোগটা কাজে লাগাতে পারবেন মাশরাফি-মুশফিকরা?
 
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষ করে ইংল্যান্ড যাবে বাংলাদেশ। ১ জুন থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া