adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের সেনারা সঅস্ত্র সঙ্কটে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধরত সেনাদের সামনে এবার আরেক চ্যালেঞ্জ। একে শক্তিশালী প্রতিপক্ষের সাথে তুলনামূলক কম জনশক্তি নিয়ে চালিয়ে যেতে হচ্ছে যুদ্ধ, তার মধ্যে নতুন করে দেখা দিয়েছে অস্ত্র সঙ্কট। রুশ হামলায় পূর্বাঞ্চলের শহর সেভেরোদোনেস্ক বিধ্বস্ত হওয়ার পর থেকেই হামলা আতঙ্কে আশপাশের শহরগুলো। এসব অঞ্চলে অবস্থানরত সেনারা নিচ্ছেন যুদ্ধের প্রস্তুতি। তবে তাদের কাছে নেই আধুনিক কোনো অস্ত্র। তাই রুশ আগ্রাসন প্রতিরোধে ট্যাঙ্কসহ সমরাস্ত্রের জন্য তারা আকুতি জানাচ্ছেন পশ্চিমাদের কাছে। খবর বিবিসির।

ইউক্রেনের পূর্বাঞ্চলে একের পর এক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এরইমধ্যে বিধ্বস্ত সেভেরোদোনেস্ক। শিল্প এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়াই এখন লক্ষ্য। সেভেরোদোনেস্কের আশপাশের শহরগুলোতেও এখন হামলা আতঙ্ক। তেমনই এক শহর লিশিচানস্ক। যেকোনো সময় রুশ হামলা হতে পারে এই আতঙ্কে দিন পার করছেন এই এলাকার বাসিন্দারা।

শহরটিতে সতর্ক অবস্থানে আছে ইউক্রেনের সেনারা। নিজ শহর রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান তারা। তবে রুশ সেনাদের মোকাবেলায় ভারী অস্ত্রের আকুতি তাদের।

ইউক্রেনের এক সেনা সদস্য পেট্রো কুজেক বলেন, যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ আমাদের অস্ত্র সহায়তা দিচ্ছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে আমাদের এখন যুদ্ধের আরও আধুনিক সরঞ্জাম ও ট্যাঙ্ক দরকার। এই মুহূর্তে, আমরা যেসব অস্ত্র পাচ্ছি তা দিয়ে কেবল গেরিলা হামলা চালাতে পারি।

এরমধ্যে, শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া শুরু করেছে কর্তৃপক্ষ। তবে নানা প্রতিবন্ধকতায় এলাকা ছাড়তে পারেননি অনেকে। এখন পর্যন্ত বেশকয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ হারালেও রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ প্রশংসা কুড়াচ্ছে। শক্তিশালী রুশ বাহিনীকে মোকাবেলায় পশ্চিমাদের কাছে আরও অস্ত্রের আবেদন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া