adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কলকাতার পথে প্রান্তরে ক্রিকেট গপ্প-২

e-17ইডেন গার্ডেন কলকাতা থেকে 
জহির ভূইয়া ঃ টানা ভ্রমন ক্লান্তি, রাতে ঘুমাতে গেলে টের পাই কত ধানে কত চাল। সকাল সাড়ে ৮টায় ঘুম ভাঙ্গে। এরপর শুরু হয় ম্যাচ নিয়ে পরিকল্পনা। আজ বাংলাদেশ-পাকিন্তান ম্যাচ। ইডেন গার্ডেন এলাকা আর নিউমার্কেট এলাকায় কি অবস্থা দেখতে হবে।

নাস্তা খেতে গিয়ে দেখা হয়ে গেলে একাধিক বাংলাদেশী ক্রিকেট ভক্তদের সঙ্গে। সকাই খেলা দেখতে এসেছে। কেউ টিকিট পেয়েছে আবার কেউ পায়নি। কালোবাজার থেকে কিনবে। কালোবাজারের টিকিট বানিজ্য রমরমা। 

এরপর নিউমার্কেট এলাকায় বেড়াতে গেলে অবাক হতে হল। দোকানীরা প্রায় সকলেই আজ মাশরাফিরদের ম্যাচে আগাম খবর জানতে চায়। “তোমাদের ঐ বা-হাতি পেসারটা সুস্থ্য হয়েছে তো”–এক দোকানী জানতে চাইল। জবাব দিলাম, হ্যাঁ মুস্তাফিজ সুস্থ্য হয়ে গেছে।

তবে এতো কিছুর মধ্যেও তাদের মুল আলোচনাটা ১৯ মার্চ-এর দিকে। কারন ধর্মশালা থেকে তো ভারত-পাকিস্তান ম্যাচ ভেন্যু পাল্টে কলকাতা আনা হয়েছে। প্রতিটি মানুষ ঐ ম্যাচ ইডেনে বসে দেখতে চায়। দুই দিন হল কলকাতায় এসেছি। এমন একটি মানুষ পেলাম না যিনি ভারত-পাকিন্তান ম্যাচের টিকিট চাইলেন না। অন্য এক আবহাওয়া বইছে কলকাতার বাতাসে। 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া