adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে হারের প্রতিশোধ নিলো পর্তুগাল। এই জয়ের মধ্য দিয়ে রোনালদোবাহিনী উঠে গেলো শেষ ষোলোতে। এদিন জোড়া গোল করে ম্যাচের নায়ক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা খেলোয়াড় ব্রুনো ফার্নান্দেস।

সোমবার দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগাল ২-০ গোলে হারিয়ে দেয় উরুগুয়েকে। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রন রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে ফার্মান্দো সান্তোসের শীষ্যরা। ম্যাচের ৪ মিনিটে পর্তুগিজ ডিফেন্ডার মেন্ডেসকে বাজেভাবে ট্যাকল করায় হলুদ কার্ড দেখে উরুগুয়েন মিডফিল্ডার বেনটানকুর।

ম্যাচের ৯ মিনিটে পর্তুগীজদের এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর কিছুক্ষণ পড়েই বক্সের ঠিক বাইরেই ফ্রি কিক পায় পর্তুগাল। ফ্রি কিক থেকে নেওয়া রোনালদোর শট গোদিনের মাথায় লেগে বাইরে চলে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পর্তুগালকে লিড এনে দেন মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। বক্সের বাইরে থেকে বাঁকানো শটে রোনালদো মাথা ছুঁয়াতে গেলেও তার স্পর্শ না লাগায় গোলরক্ষক বোকা বোনে যায়, শেষ পর্যন্ত জালে আঁচড়ে পড়ে বল।

১-০ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে খেলতে থাকে উরুগুয়ে। একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি নুনেজরা। বদলি খেলয়াড় হিসেবে মাঠে নামেন তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজ। ম্যাচের ৭৫ মিনিটে সুয়ারেজের দুর্দান্ত শট গোলপোস্টে লেগে ফিরে আসে। এর মিনিট চারেক পর বল জালে জড়ান সুয়ারেজ তবে, অফসাইডের বাধায় গোলটি বাতিল হয়।
পুরো খেলায় নিষ্প্রভ ছিলেন রোনালদো তাই ম্যাচের ৮২ মিনিটে তাকে বদলি করার সিদ্ধান্ত নেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। ম্যাচ শেষের অন্তিম মুহূর্তে ভিএআরের সাহায্য পেনাল্টি পায় পর্তুগাল। পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান দিগুণ করেন ব্রুনো ফার্নান্দেস সেই সাথে নিজের জোড়া গোল সম্পুর্ণ করেন এই মিডফিল্ডার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া