adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাইম ব্যাংকের কাছে হেরে গেলাে আবাহনী

নিজস্ব প্রতিবেদক : সুপার লিগের শুরুতেই লজ্জার হার আবাহনী লিমিটেডের। লিগ পর্বে দুই দলের দেখায় প্রাইম ব্যাংককে ২৮ রানে হারালেও সুপার লিগে এসে আবাহনী হারল ১৪২ রানের বিশাল ব্যবধানে।

প্রাইম ব্যাংকের দেওয়া ২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার জাকের আলী ফেরেন রানের খাতা খোলার আগেই। এরপর নাজমুল হোসেন শান্ত ফেরেন ৪ রানে।

প্রাইম ব্যাংকের দুই স্পিনার তাইজুল ইসলাম ও শেখ মেহেদীর তোপ সামলে ঘুরে দাঁড়াতে পারেনি আবাহনী। লিটন কুমার ৩০ বলে করেন ২৩ রান।

লঙ্কান ব্যাটার ডি সিলভাকে এক বলও খেলতে দেননি রাকিবুল হাসান। আফিফ হোসেন ৭ বলে ৫ রান করে ফেরেন শেখ মেহেদীর বলে ক্যাচ দিয়ে।

সাইফ উদ্দিনকে ১১ রানে ফেরান তাইজুল ইসলাম। তবে দলের বিপর্যয়ে মোসাদ্দেক হোসেন একা লড়েছেন শেষ পর্যন্ত। যদিও তাকে সং দিতে ব্যর্থ হয়েছেন বাকি ব্যাটাররা। শামিম পাটোয়ারিকে ৪ রানে ফেরান নাসির হোসেন। এরপর ৩২.৪ ওভারে ১৩১ রানেই গুটিয়ে যায় আবাহনী লিমিটেড।

মোসাদ্দেক শেষ পর্যন্ত ৫৭ বলে ৬৫ রানের ইনিংস খেলে বিদায় নেন নাসিরের বলে ইয়াসিরের হাতে ক্যাচ দিয়ে।

আবাহনীর হোম ভেন্যু খ্যাত মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সকালে টস জিতে সিদ্ধান্ত নেয় ফিল্ডিং করার। টসে হেরে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ও শাহাদাত দিপুর জুটিতে দুর্দান্ত শুরু পায় প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংকের হয়ে তিনটি করে উইকেট নেন নাসির হোসেন ও রাকিবুল হাসান। দুটি করে উইকেট নেন শেখ মেহেদী ও তাইজুল ইসলাম।

ওপেনিং জুটি ভাঙে দলীয় ৯৭ রানের মাথায়। ওপেনার দিপুর ব্যাটে আসে ২টি চার ও ৩টি ছয়ে ৫১ বলে ৩৮ রান। এরপর মুমিনুল হককে ৮ (১২) রানে ফেরান মোসাদ্দেক হোসেন।

টুর্নামেন্ট জুটে ব্যাট হাতে দুর্দান্ত বিজয় এই ম্যাচেও পেয়েছেন অর্ধশতক। সাজঘরে ফেরার আগে ৮৫ বলে খেলেন ৭৭ রানের ইনিংস। এ নিয়ে বিজয়ের মোট রান দাঁড়াল ৮০৫। তাতে ছাড়িয়ে গেছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থাকা নাঈম ইসলামকে (৭৪৯)।

বিজয় ছাড়া মোহাম্মদ মিথুন ৪৪ (৫৯) ও ইয়াসির আলী খেলেন ৪৩ বলে ৪৩ রানের ইনিংস। শেষ দিকে শেখ মেহেদী খেলেন ২৭ বলে ৩৪ রানের ইনিংস।

আবাহনীর পক্ষে ৩ উইকেট নিয়েছেন ডি সিলভা। ২ উইকেট নেন সাইফউদ্দিন। ১টি করে উইকেট নেন আরাফাত সানি, শহিদুল ইসলাম, তানভির ইসলাম ও মোসাদ্দেক হোসেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া