adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবকে নিয়ে তৈরি হলো ইংরেজি থিম সং ‘ব্যাটালিয়ন অব বোল্ডার‘

বিনোদন ডেস্ক : দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে বিশেষ ভূমিকা রাখা বিশেষ চৌকস বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) নিয়ে তৈরি হলো ইংরেজি থিম সং ‘ব্যাটালিয়ন অব বোল্ডার’। গানটির কথা লিখেছেন ড. রাজুব ভৌমিক। সুর ও সংগীত পরিচালনা করেছেন সাংবাদিক পীর তানিম আহমেদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ মুনিফ।

গানের কথা গুলো এমন- I am a Bangladeshi citizen, Bangladeshi Soldier. In the rapid action, a battalion of bolder. To discharge my duties I face evil. Keeper of the peace, I am, I will…To protect the innocent, always ready, yes I am…Or die trying, ensure evil imprisonment……

সাংবাদিক এবং ‘ব্যাটালিয়ন অব বোল্ডার’-এর সুরকার ও সংগীত পরিচালক তানিম আহমেদের দাবি, এই গানটি র‌্যাবের ইতিহাসে প্রথম কোনো ইংরেজি থিম সং। তিনি জানান, ‘গানটি মূলত সাধারণ মানুষের কাছে র‍্যাবের ভূমিকা, র‍্যাবের সাহসিকতা, গৌরব ও র‍্যাব সদস্যদের আত্মত্যাগ নিয়ে তৈরি করা হয়েছে।’

অসাধারণ এ গানটি র‌্যাব তাদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার নিজেদের পেইজে পোস্ট করেছে। খুব শিগগির গানটি মিরর এক্সক্লুসিভের ইউটিউব চ্যানেলেও প্রকাশ পাবে। তানিম আহমেদ জানান, ‘এই গানটি কপিরাইট ফ্রি। চাইলে যে কেউ তাদের ফেসবুক পেইজ অথবা ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করতে পারবেন।’

গানটি নিয়ে তিনি বেশ আশাবাদী বলেও জানান তানিম। বলেন, ‘গানটি ইংরেজি ভাষায় হওয়ায় বিদেশিরাও বুঝতে পারবেন যে, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব কতটা দক্ষ এবং বাহিনীটির কতটা সক্ষমতা আছে। পাশাপাশি র‍্যাব যে মানবাধিকার রক্ষায় কতটা সচেতন ও আত্মত্যাগী, সেটাও স্পষ্ট হয়ে উঠেছে গানটির কথামালায়।’

তানিম আরও বলেন, ‘গানটির রচয়িতা ড. রাজুব ভৌমিক। তিনি পেশায় আমেরিকান পুলিশের একজন বড় অফিসার। সম্ভবত একজন সোলজারের দৃষ্টিভঙ্গি থেকেই গানটির এই অসাধারণ কথামালা সাজিয়েছেন তিনি। পাশাপাশি শিল্পী হিসেবে আহমেদ মুনিফের কণ্ঠে গানটি অসাধারণ হয়েছে। সব মিলিয়ে আমি খুব খুশি এবং ভিষণ আশাবাদী।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া