adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মামলা করবেন না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থী সাদ ইবনে মমতাজের বাবা

ডেস্ক রিপোর্ট : ময়মনসি মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৎস্য বিজ্ঞান অনুষদের শেষ বর্ষের নিহত শিক্ষার্থী সাদ ইবনে মমতাজের বাবা। ছেলের মৃত্যু সংবাদ শুনে রাজশাহী থেকে ছুটে এসেছেন ময়মনসিংহে। ভারী কন্ঠে পুত্রহারা এ বাবা বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো হত্যাকাণ্ডের প্রকৃত বিচার কখনো হয়নি। তাই আমি কোনো মামলা করবো না এবং তার লাশও বিশ্ববিদ্যালয়ে নিতে দেবো না। এরপর অনেক চেষ্টা করলেও আর কোনো কথা বলানো যায়নি শোকে বিহব্বল এ বাবাকে। তবে, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান,এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আশরাফুল হক হলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদের রহস্যময় এ মৃত্যুর ঘটনায় মঙ্গলবার দুপুরে ড. মোহসীন আলীকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।চাঞ্চল্যকর এ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. শহীদুর রহমান খান বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা সাদকে মারধর করেছে বলে শুনেছি। সেও ছাত্রলীগ করত। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, রোববার বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের একটি পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন পরীক্ষায় মাত্র দু’শিক্ষার্থী অংশ নেয়। এ পরীক্ষা বন্ধের জন্য একই বর্ষের শিক্ষার্থী সুজয় কুমার কুণ্ডু ও রোকনুজ্জামান ক্লাস প্রতিনিধি সাদকে চাপ প্রয়োগ করে। পরবর্তীতে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য সাদ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের কাছে অনুরোধ জানালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।এ ঘটনার জের ধরে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলের ২০৫ নম্বর কক্ষে অবস্থানরত সাদকে শিবির সন্দেহে ডেকে এনে স্ট্যাম ও লাঠি-সোঠা দিয়ে বেদম মারধর করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় হাত, পা ও মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় সাদ রক্ত বমি করতে থাকে। পরে সোমবার রাতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কে বা কারা তাকে মঙ্গলবার ভোরে হাসপাতালের সামনে ট্রমা সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। সেখানেই মঙ্গলবার সকাল ১১টার দিকে তিন মারা যান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া